সংক্ষিপ্ত
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আলুর মূল্যবৃদ্ধি ও জোগান নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন। সেখানেই মমতা জানিয়ে দেন রাজ্যে আলু নিয়ে যাতে কোনও ক্রাইসিস তৈরি না হয় তা দ্রুত দেখতে হবে
আলু ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে আকাশ ছুঁয়েছে আলুর দাম। সমস্যায় পড়েছে রাজ্যের ক্রেতারা। এই অবস্থায় রাজ্যে আলুর সংকট মেটাতে পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন আলু নিয়ে তিনি কোনও সংকট চান না। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী তথা কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারকে স্পষ্ট জানিয়ে দেন তিনি।
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আলুর মূল্যবৃদ্ধি ও জোগান নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন। সেখানেই মমতা জানিয়ে দেন রাজ্যে আলু নিয়ে যাতে কোনও ক্রাইসিস তৈরি না হয় তা দ্রুত দেখতে হবে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না দাম কমছে ততক্ষণ ভিনরাজ্যে আলু রফতানি করা যাবে না। অন্যদিকে আলু নিয়ে সরকারি নির্দেশের বিরোধিতা করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে। সেই সমিতি সরিয়ে এবার নতুন সমিতি তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
গত কয়েক দিন ধরেই রাজ্যে দাম বাড়ছিল আলুর। এই অবস্থায় রাজ্য সরকার একাধিক নির্দেশিকা জারি করে। ক়ড়া পদক্ষেপও নেয়। মুখ্যমন্ত্রী আগেই বৈঠকে বলেছিলেন, রাজ্যের চাহিদা পুরাণ ও দাম নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত ভিনরাজ্যে আলু রফতানি করা চলবে না। রফতানি বন্ধে সীমানা এলাকায় কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। এই নিয়ে তীব্র আপত্তি জানায় আলু ব্যবসায়ীরা। প্রগতিশীল আলু ব্যবসায়ীর পক্ষ থেকে জানান হয়েছিল, লিখিত নির্দেশ ছাড়াই ভিন রাজ্যে আলু রফতানিতে বাধা দিচ্ছে পুলিশ। তারই প্রতিবাদে এই তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিছুটা হলেও চাপ বাড়ছে আলু ব্যবসায়ী সমিতির সদস্যদের।