- Home
- West Bengal
- West Bengal News
- মমতা 'ওঁর' ফোন থেকে রাজ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলেন, কমিশনে নালিশ শুভেন্দুর
মমতা 'ওঁর' ফোন থেকে রাজ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলেন, কমিশনে নালিশ শুভেন্দুর
রাজ্যের সফরতর নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের কাছেএমন অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্যে SIR প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে এসেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। তাদের কাছেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে নালিশ ঠুঁকলেন শুভেন্দু।

ফোন কাণ্ডে সরব শুভেন্দু অধিকারী
রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরুণ প্রসাদের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু সেই কথা তিনি নিজের মোবাইল ফোন করেন না। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের মোবাইল ফোন থেকেই মূলত কথা বলেন মমতা। এমনই অভিযোগ এবার তুললেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নালিশ শুভেন্দুর
রাজ্যের সফরতর নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের কাছেই এমন অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্যে SIR প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে এসেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। তাদের কাছেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে নালিশ ঠুঁকলেন শুভেন্দু।
রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল
SIR-এর কাজ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। ইতিমধ্যেই পাঁচ জেলার নির্বাচনী অধিকারিক ও নির্বাচনী নিবন্ধন অধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে। নিউটাউনে একটি কর্মশালাতেও গিয়েছিলেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের প্রায় সব আধিকারিক ও শীর্ষ কর্তারা সেখানে রয়েছে।
রাজ্য নির্বাচনী দফতর
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ ঠুঁকেছেন কমিশনে। তাই রাজ্যে নির্বাচনী দফতর সেই বিষয়ে কোনও মন্তব্য করবে না। সূত্রের খবর, শুভেন্দু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে, তাই এই বিষয়ে কমিশন যা বলার বলবে, বা বলবে না।
প্রতিনিধি দলের প্রতিক্রিয়া
শুভেন্দু অধিকারীর অভিযোগ সম্পর্কে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন বা প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি। সূত্রের খবর কমিশনের পক্ষ থেকে সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। শুভেন্দু শুক্রবার ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে আরও বেশ কিছু অভিযোগ করেছেন।

