সংক্ষিপ্ত
কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
জঙ্গি সন্দেহে ফের গ্রেফতার এই রাজ্যে। বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের নদিয়া থেকে গ্রেফতার বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল্লাহ নামে এক যুবক।
কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের নজরে অনেকদিন ধরেই ছিলেন নদিয়ার থানারপাড়া থানা এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর বিপ্লব।
তিন দফা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার, তাঁকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদ, দিনাজপুর এবং মালদহের পর আরও একটি সীমান্তবর্তী জেলায় জঙ্গি যোগ প্রকাশ্যে আসায় রীতিমতো উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। ধৃতকে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হয়েছে বলে খবর।
বহরমপুর আদালতের বিচারক অভিযুক্তের তিন দিনের এফটিএফ হেফাজত মঞ্জুর করেছেন বলে জানা গেছে। সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার জানিয়েছেন, “জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হেফাজতে চাওয়া হয়েছিল। এরপর মাননীয় বিচারক তিনদিনের জন্য হেফাজত মঞ্জুর করেছেন।”
পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, মুর্শিদাবাদের নওদা এবং উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার হওয়া দুই সন্দেহভাজন জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে বিপ্লব সম্পর্কে তথ্য পেয়েছেন এসটিএফ-এর গোয়েন্দারা। তারপরেই নোটিস পাঠিয়ে তদন্ত সহযোগিতার জন্য ডেকে পাঠানো হয় বিপ্লবকে। এর আগেও মোট তিন দফায় এসটিএফ-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার আইনজীবীর সঙ্গে কলকাতায় এফটিএফ-এর দফতরের হাজিরা দিতে যান বিপ্লব। তাঁর অ্যাকাউন্টের লেনদেন এবং ফোনের কথোপকথন সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের সদুত্তর না মেলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
ইতিমধ্যেই এই বিষয়টি কৃষ্ণনগর জেলা পুলিশ জানিয়ে দিয়েছে এসটিএফ। খবর পৌঁছেছে ধৃত যুবকের বাড়িতেও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।