- Home
- West Bengal
- West Bengal News
- Monsoon update: ভ্যাপসা গরমে আরও ২ দিন থাকতে হবে, জানুন কবে থেকে কলকাতায় প্রাক-বর্ষার বৃষ্টি
Monsoon update: ভ্যাপসা গরমে আরও ২ দিন থাকতে হবে, জানুন কবে থেকে কলকাতায় প্রাক-বর্ষার বৃষ্টি
এখনও টানা দুই দিন থাকবে ভ্যাপসা গরম। থাকবে চাঁদি ফাটা রোদ। আলিপুর হাওয়া অফিসের আপডেট অনুযায়ী শুক্রবারের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনও সম্ভাবনাই নেই।

বর্ষা নিয়ে বড় খবর
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী শুক্রবারের আগে দক্ষিণবঙ্গে বর্ষা আসার কোনও সম্ভাবনাই নেই। যার অর্থ আরও দুই দিন এই ভ্যাপসা গরম আর জ্যাবজ্যাবে ঘামের মধ্যেই কাটাতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।
তিন দিনের অস্বস্তি
আলিপু হাওয়া অফিস জানিয়েছে প্রাক - বর্ষার বৃষ্টি শুরু হওয়ার আগে টানা দুই দিন এক রাত গরম আর অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই কাটাতে হবে।
শুক্রবার থেকেই বৃষ্টি
শুক্রবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। রবিবার পর্যন্ত চলবে সেই বৃষ্টি।
বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহে
আলিপুর হাওয়া অফিস বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের শ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে । তিন জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপপ্রবাহ চলবে
ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং হুগলিতে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না।
বর্ষা বিলম্বের কারণ
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। মৌসুমী বায়ু কোন দিকে যাচ্ছে তা বলা যাচ্ছে না। তাই ১৪ জুনের আগে বর্ষার আগমণ নিয়ে তেমন কিছু আলিপুর হাওয়া অফিস জানাতে পারবে না।
উত্তরে বর্ষা
দক্ষিণবঙ্গে বর্ষা না এলেও উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা শুরু হয়েছে। দার্জিলিং কালিংম্পং -সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির পূর্বাভাস
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে।
শিলিগুড়িতে বৃষ্টি
সোমবারে প্রবল বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির সতর্কতা
বুধবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।