সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ উঠল।

রাজ্যে বিরোধী দলগুলির পক্ষ থেকে যে ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ করা হয়, তার চরম রূপ দেখা গেল কোচবিহারে। শুধু বিজেপি করেন, এই 'অপরাধে' এক মুসলিম মহিলাকে প্রকাশ্যে নগ্ন করে মারধরের পর চুলের মুঠি ধরে প্রায় এক কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও। তবে এশিয়ানেট নিউজ বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। এই ভিডিও ঘিরে শুধু রাজ্য রাজনীতিতেই নয়, জাতীয় স্তরেও আলোড়ন তৈরি হয়েছে। এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও করেছে বিজেপি।

জাতীয় মহিলা কমিশনের দৃষ্টি আকর্ষণ বিজেপি-র

সোশ্যাল মিডিয়ায় অত্যাচারিত মহিলার ভিডিও, ছবি শেয়ার করে বিজেপি নেতা অমিত ঠাকুর জাতীয় মহিলা কমিশন ও কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, ‘বিজেপি-কে সমর্থন করার জন্য পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা বিধানসভা অঞ্চলের রামঠেঙ্গা মার্কেট অঞ্চলে এক মুসলিম মহিলাকে নগ্ন করে মারধর করা হয়েছে। বিজেপি-র সংখ্যালঘু মোর্চার সদস্যা রোশনারা খাতুনের চুলের মুঠি ধরে মারধর করা হয়। তাঁর উপর প্রচণ্ড শারীরিক অত্যাচারও করা হয়। এই বর্বরোচিত ঘটনায় মুসলিম সম্প্রদায় স্তম্ভিত। রোশনারা এখন হাসপাতালে ভর্তি।’

 

 

খেতমজুর মহিলার উপর অত্যাচারের অভিযোগ

অত্যাচারিত মহিলা অভিযোগ করেছেন, মঙ্গলবার তিনি মাঠে কাজ করতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা তাঁকে ধরে মারধর শুরু করেন। এরপর বিবস্ত্র করে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে বাড়ির সামনে ফেলে দিয়ে যাওয়া হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

TMC Clash: 'প্রধান পঞ্চায়েত অফিসে রোমান্স করেন', রাজহাট পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে

তৃণমূল নেতার অত্যাচারে ৬ বছর স্কুলে জাননি শিক্ষক! বন্ধ ছিল বেতনও, হাইকোর্টের রায়ে স্বস্তি

YouTube video player