বীরভূম জেলার মল্লারপুর স্টেশনে এক মর্মান্তিক ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যা নাগাদ মল্লারপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা শিয়ালদহ লোকাল ট্রেনের নিচে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন স্টেশনে উপস্থিত যাত্রীরা।

কন্যাশ্রী থেকে বেঁটি বাঁচাও- এক গুচ্ছ প্রকল্প রয়েছে রাজ্য ও কেন্দ্রের। যেগুলির মূল উদ্দেশ্যই হল মহিলাদের প্রতি আরও যত্মশীল হওয়া। কিন্তু তারপরেও সদ্যোজাত কন্যাসন্তানের দেহ উদ্ধার হচ্ছে এই অত্য়াধুনিক যুগেও। যা এখনও প্রশ্নের মুখে ফেলে দেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিতে। তেমনই একটি ঘটনার সাক্ষী থেকে এদিনের বীরভূম। যা দেখে শিউরে উঠেছে স্থানীয়রা।

বীরভূম জেলার মল্লারপুর স্টেশনে এক মর্মান্তিক ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যা নাগাদ মল্লারপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা শিয়ালদহ লোকাল ট্রেনের নিচে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন স্টেশনে উপস্থিত যাত্রীরা। সেই পলিথিন ব্যাগ টি সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল পুলিশের (জিআরপি) কাছে।

খবর পেয়ে স্থানীয় জিআরপি ঘটনাস্থলে এসে পলিথিন ব্যাগ টি খুলে দেখেন এবং তাতে যা ছিল, তা দেখে তাঁরা রীতিমতো হতবাক হয়ে যান। ব্যাগটির ভিতরে ছিল এক সদ্যোজাত শিশুর মৃতদেহ! এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা স্টেশন চত্বরে। বহু সাধারণ মানুষ এই মর্মান্তিক দৃশ্য দেখে মানসিকভাবে ভেঙে পড়েন।

তবে এই শিশুটির মৃত্যু কীভাবে হয়েছে, কে বা কারা এইভাবে মৃতদেহ ফেলে রেখে গেল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। রেল পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এভাবে জনবহুল একটি রেল স্টেশনে একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ পাওয়া যাওয়া নিঃসন্দেহে গভীর উদ্বেগজনক ঘটনা। প্রশাসনের তরফে দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি উঠেছে সাধারণ মানুষের পক্ষ থেকেও।