- Home
- West Bengal
- West Bengal News
- রেহাই নেই বৃষ্টি থেকে, নভেম্বরেও ভাসবে কয়টি জেলা, দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
রেহাই নেই বৃষ্টি থেকে, নভেম্বরেও ভাসবে কয়টি জেলা, দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রা ক্রমশ কমছে এবং ১৫ নভেম্বর থেকে শীতের আগমন ঘটতে পারে।

প্রতিদিনই তাপমাত্রার পারদ একটু একটু করে কমছে। সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকছে জেলার বিভিন্ন প্রান্ত। আগেই জানা গিয়েছে ১৫ তারিখ থেকে পড়তে পারে শীত।
আবহাওয়ার এমন পরিবর্তনের সময় প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য। বৃষ্টির পূর্বাভাসের কথা জানাল আবহাওয়া দফতর।
চারিদিকে চলছে হালকা শীতের অনুভূতি। খুব শীঘ্রই তাপমাত্রার পারদ নিম্নমুখী হতে চলেছে। আগামী ৪ থেকে ৫ দিন আরও কমতে পারে তাপমাত্রা।
শীত পড়ার মুখে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর। জানা গিয়েছে, শীঘ্রই বৃষ্টি হবে বঙ্গে। ভাসবে কয়েকদি জেলা।
তবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর। ভাসতে পারে উত্তরবঙ্গ। সেখানে দুই জেলায় আছে বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং ও কালিম্পং-এ। তবে, ভারী বৃষ্টি হবে না। এই দুই জেলায় হালকা বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
আপাতত জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে তা নিয়ে কোনও আপডেট আসেনি। আগামী ৪ থেকে ৫ দিন একই রকম আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে।
আবহাওয়ার পরিবর্তন হবে ১৫ নভেম্বর থেকে। এই ১৫ নভেম্বর থেকে শীত পড়তে পারে বঙ্গে। ধীরে ধীরে কমতে শুরু করবে তাপমাত্রা।
সব মিলিয়ে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে বলে জানা গিয়েছে। অনেকেরই আশা এবছর অন্যান্য বছরের থেকে বেশি শীত পড়বে।
সব মিলিয়ে বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরে। তেমনই দক্ষিণ বঙ্গে আপাতত তারমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এদিকে ১৫ নভেম্বরের পর থেকে নামতে পারে পারদ।