West Bengal News: রাজ্যজুড়ে ভোটার তালিকা নিবিড় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে-দিকে অশান্তি গণ্ডগোলের অভিযোগ। আর এবার এসআইআর শুনানিতে এসে প্রাণ হারালেন বৃদ্ধ। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
West Bengal News: ২০০২-এর তালিকায় নাম না দেখে অসুস্থ হয়ে পড়েন বছর আটষট্টির বৃদ্ধ। সেই অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি করতে হয়। তার মধ্যেই এসআইআর-এর শুনানির ডাক আসে। নাকে অক্সিজেনের নল গুঁজেই শুনানিতে হাজির হন জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের উত্তর ঠাকুরেরচক এলাকার বাসিন্দা নাজিতুল মোল্লা। শুনানি শেষে ফের হাসপাতালে ফিরেই মৃত্যু হয় তাঁর। পরিবারের দাবি, গত কয়েক দিন ধরেই এসআইআর নিয়ে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন। তার উপর শুনানির ধকল সহ্য করতে পারেননি বৃদ্ধ।
কী কারণে মৃত্যু?
অন্যদিকে, SIR আতঙ্কে প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের! ডোমকলে নোটিসের ভয়, হাওড়ায় হৃদরোগে মৃত্যু—পরিবারের বিস্ফোরক অভিযোগ।এবার SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকল জুড়ে। পরিবারের দাবি, স্ত্রীর নামে SIR নোটিস আসার পর থেকেই মানসিক চাপে ভেঙে পড়েন স্বামী।
শেষ পর্যন্ত সেই আতঙ্কই কেড়ে নিল প্রাণ। ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত ভগীরথপুরের ফতেপুর হাট এলাকার। মৃত ব্যক্তির নাম জয়নাল আনসারী, বয়স ৩৪ বছর। পেশায় রাজমিস্ত্রি। কাজের সূত্রে তিনি থাকতেন হাওড়ার সাঁকরাইলে। পরিবার সূত্রে জানা গেছে, জয়নাল আনসারীর স্ত্রী রেখা শেখের নামে SIR সংক্রান্ত একটি নোটিস আসে।
অভিযোগ, নামের মিসম্যাচ বা গরমিলের কারণে সেই নোটিসে শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নোটিস আসার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন জয়নাল। পরিবার জানাচ্ছে, দিনের পর দিন ঠিকমতো খাওয়া-দাওয়া বন্ধ করে দেন তিনি।
স্ত্রীর ভবিষ্যৎ, নাগরিকত্ব, আর SIR নোটিসের ভয়—সব মিলিয়ে গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন। গত ২৮ ডিসেম্বর জয়নাল আনসারীর স্ত্রী ডোমকল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে হাজিরা দেন এবং হিয়ারিং সম্পূর্ণ হয়। কিন্তু ইতোমধ্যেই ঘটে যায় অঘটন। হাওড়ার সাঁকরাইলে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথেই আচমকা অসুস্থ হয়ে পড়েন জয়নাল আনসারী।
পরিবারের দাবি, SIR আতঙ্কের জেরে মানসিক চাপ থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। স্থানীয়দের অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের আগুন।স্থানীয়দের বক্তব্য—SIR হোক, তাতে আপত্তি নেই। কিন্তু নাম না থাকলে বাংলাদেশি বানিয়ে বাংলাদেশে পাঠানো হবে—এই ভয়ের পরিবেশই মানুষকে ভেঙে দিচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এই আতঙ্কের রাজনীতির ফলেই কেউ কেউ চরম মানসিক চাপে পড়ছেন,আর তারই পরিণতি—অকাল মৃত্যু। SIR নোটিস, আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝে আর কত প্রাণ যাবে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ডোমকল থেকে গোটা মুর্শিদাবাদ জুড়ে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


