- Home
- West Bengal
- Kolkata
- ছুটির দিনেও মিলবে বাড়তি পরিষেবা, ব্লু লাইন মেট্রোয় যাত্রীদের জন্য দারুন সুখবর
ছুটির দিনেও মিলবে বাড়তি পরিষেবা, ব্লু লাইন মেট্রোয় যাত্রীদের জন্য দারুন সুখবর
Kolkata Metro Update: সপ্তাহান্তে যাত্রীদের জন্য সুখবর। এবার ছুটির দিনেও মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা। রবিবারও ব্লু লাইন মেট্রোয় মিলবে অতিরিক্ত পরিষেবা। কবে থেকে পাওয়া যাবে বাড়তি মেট্রো? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

কলকাতা মেট্রোর বিশেষ পরিষেবা
চার রবিবারে অতিরিক্ত মেট্রো পরিষেবা, ব্লু ও গ্রিন লাইনে বাড়ছে ট্রেনের সংখ্যা। মেট্রো যাত্রীদের জন্য সুখবর। জানুয়ারি মাসের পরপর চারটি রবিবারে কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে অতিরিক্ত পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪, ১১, ১৮ এবং ২৫ জানুয়ারি—এই চারটি রবিবার বিশেষ পরিষেবা দেবে মেট্রো রেল।
কোন রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা?
মেট্রো সূত্রে জানানো হয়েছে, এই চার রবিবারে ব্লু লাইনে মোট ১৬০টি (৮০ আপ ও ৮০ ডাউন) মেট্রো পরিষেবা চলবে, যেখানে সাধারণত ১৩০টি পরিষেবা থাকে। ব্লু লাইনে প্রথম মেট্রো সকাল ৯টায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে ছাড়বে। নোয়াপাড়া থেকেও সকাল ৯টায় প্রথম পরিষেবা চালু থাকবে।
ব্লু লাইনে শেষ মেট্রো কখন?
ব্লু লাইনে শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে রাত ৯টা ৩৩ মিনিটে ছাড়বে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে, যা আগে ছিল ৯টা ৩০ মিনিট। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ পরিষেবা ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটে।
গ্রিন লাইনে বাড়তি মেট্রো পরিষেবা
অন্যদিকে, গ্রিন লাইনে মোট ১২৪টি (৬২ আপ ও ৬২ ডাউন) মেট্রো পরিষেবা চালানো হবে, যেখানে সাধারণ দিনে পরিষেবা থাকে ১০৮টি। গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ২ মিনিটে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এবং সিটি সেন্টার থেকে হাওড়া ময়দানের প্রথম মেট্রো সকাল ৯টায় ছাড়বে। গ্রিন লাইনে শেষ মেট্রো সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রাত ৯টা ৫৫ মিনিটে এবং হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রাত ৯টা ৫৫ মিনিটে ছাড়বে। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্কের শেষ পরিষেবা রাত ১০টা ৫ মিনিটে।
ছুটির দিনে বাড়তি পরিষেবা
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ রবিবারগুলিতে ব্লু লাইনে বিকেল ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ৮ মিনিট অন্তর, যা সাধারণত ১০ মিনিট অন্তর চলে। গ্রিন লাইনে বিকেল ৪টা ২ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ১০ মিনিট অন্তর, যেখানে স্বাভাবিক ব্যবধান থাকে ১৫ মিনিট। এদিকে, ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে। তবে অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে এই রবিবারগুলিতে কোনও পরিষেবা থাকছে না। মেট্রো রেলের এই সিদ্ধান্তে রবিবারে যাতায়াতকারী যাত্রীদের ভিড় কমবে এবং যাতায়াত আরও স্বচ্ছন্দ হবে বলেই মনে করা হচ্ছে।

