Murshidabad Bomb Blast: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। ঘটনার পর থেকে নিখোঁজ দুইজন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Murshidabad Bomb Blast: ফের মুর্শিদাবাদে বিস্ফোরণ। অভিযোগ, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তারপর থেকেই নিখোঁজ এক। নিখোঁজ ব্যক্তির নাম ওসমান বিশ্বাস। পরিবারের দাবি হয়তো মারা গিয়েছে। শুক্রবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার ছেতিয়াণীতে বোম বাঁধার কাজ চলছিল।

 সেই বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। বোম বাঁধার কাজের জন্য রেজিনগর থানা এলাকার তকিপুরের বাসিন্দা ওসমান বিশ্বাস ছেতিয়ানি গ্রামে আসে। বোম বাঁধা শুরু করার পরেই বিস্ফোরণ ঘটে। সেই ঘটনার পর থেকেই নিখোঁজ ওসমান।

অন্যদিকে, দুর্গা পুজোর বিসর্জনের আনন্দ মুহূর্তেই বদলে গেল আতঙ্কে। এরজন্য দায়ী বীরভূমের মারগ্রামের গ্রামীণ পুলিশ বা ভিলেজ পুলিশ। বিসর্জন দেখতে আসা এক যুবকের মুখে বাজি ছুঁড়ে দিল এক ভিজেল পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আক্রান্ত যুবক এখন চিকিৎসাধীন।

ঠিক কী ঘটেছিল? 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দশমীর রাতে চাঁদপাড়া গ্রামে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা চলছিল। এলাকার বাসিন্দারা ভিড় জমিয়েছিলেন প্রতিমা নিরঞ্জন দেখতে।সেই সময়েই স্ত্রীকে নিয়ে ভিড়ের মধ্যে উপস্থিত ছিলেন হেমন্ত বাগদি নামের স্থানীয় এক যুবক। অভিযোগ সেই ভিড়ের মধ্যেই স্থানীয় ভিজেল পুলিশ ওই যুবকের মুখ লক্ষ্য করে একটি নিষিদ্ধ বাজি চকোলেট ছুঁড়ে দেয়। সেই বাজি যুবকের মুখের মধ্যেই ফেটে যায়। যুবকের ঠোঁট আর মুখ থেকে রক্ত বেরোতে দেখা যায়। এই ঘটনায় বিজয়ার আনন্দ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় । গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত যুবককে তড়িঘড়ি রামপুরহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয়। কিন্তু অবস্থার অবণতি হওয়ায় যুবককে স্থানান্তরিত করা হয়। নিয়ে আসা হয় বর্ধামান মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু বর্তমানে ওই যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।

স্থানীয়দের দাবি যে বাজিটি যুবকের মুখে ছুঁড়ে দেওয়া হয়েছে সেটি সাধারণ কোনও বাজি নয়, নিষিদ্ধ চকোলেট বোম। কিন্তু এই নিষিদ্ধ বাজি কী করে ভিলেজ পুলিশের হাতে গেল তাই নিয়েই জল্পনা শুরু হয়েছে। এই ঘটনার পরই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।