স্বাস্থ্যসাথী কার্ডে নয়া নিয়ম! ভিডিও, জিপিএসের কড়া ব্যবস্থা না মানলেই আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসনস্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার রুখতে রাজ্য সরকারের নয়া পদক্ষেপ। হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচারের আগে ও পরে রোগীর ভিডিও ও জিপিএস লোকেশন পাঠাতে হবে স্বাস্থ্যকেন্দ্রে। নতুন নিয়মে ডায়ালাইসিস, কেমোথেরাপি-সহ অন্যান্য চিকিৎসাও অন্তর্ভুক্ত।