Pahalgam Attack West Bengal: গোটা দেশ কার্যত, ফুঁসছে। কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় এই মুহূর্তে (Pahalgam Terror Attack) তোলপাড় গোটা দেশ।

Pahalgam Attack West Bengal: একাধিক কড়া পদক্ষেপ ইতিমধ্যেই নিতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, বাংলার বুকে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’স্লোগান।

Scroll to load tweet…

শুক্রবার, সকালে সেই ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে (Mamata Banerjee) রীতিমতো প্রশ্নবাণ ছুঁড়ে দিয়েছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।

এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন অমিত মালব্য। সেখানে দেখা যাচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মিছিল বেরিয়েছে। আর সেখানে প্ল্যাকার্ড হাতে হাঁটছেন বহু মানুষ। কিন্তু অদ্ভুতভাবে ওই মিছিল থেকেই ‘পাকিস্তান জিন্দাবাদ’স্লোগান উঠতে দেখা যাচ্ছে (pahalgam attack news)।

আইটি সেল হেডের দাবি, বৃহস্পতিবার আসানসোলে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে একটি মিছিল বেরিয়েছিল। আর সেখানেই নাকি এই ‘পাকিস্তান জিন্দাবাদ’স্লোগানটি দেওয়া হয়। এরপরেই ২০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কার্যত, নিশানা করেন ঐ বিজেপি নেতা।

অমিত এক্স হ্যান্ডলে লেখেন, “গতকাল আসানসোলে ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভের সময় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে পুরো ইসলামিক খিলাফতে পরিণত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা অর্জন করেছেন, তাতে তো ঈর্ষান্বিত হবেন ডাইরেক্ট অ্যাকশন ডে-র প্রধান স্থপতি, হুসেন সোহরাওয়ার্দি নিজেও।”

গত মঙ্গলবার পর্যটকে ভরপুর বৈসরণে নৃশংস জঙ্গি হামলা হয়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। বাংলার তিনজনের নামও রয়েছে নিহতদের তালিকায়। জঙ্গি হামলার এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া, সেই সঙ্গেই নানান মহল থেকে উঠছে ‘বদলা’র দাবি (amit malviya bjp it cell)।

যেখানে গোটা দেশ পহেলগাঁওয়ের ঘটনার পর প্রতিশোধ চাইছে, তখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে খোদ পশ্চিমবঙ্গে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। বৃহস্পতিবার, রাজ্যের আসানসোলে ওয়াকফ বিরোধী প্রতিবাদে এই স্লোগান উঠেছে বলে দাবি করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।