- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: আংশিক মেঘলা আকাশ! রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথায় কখন নামবে বৃষ্টি?
Weather Update: আংশিক মেঘলা আকাশ! রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথায় কখন নামবে বৃষ্টি?
উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
ঝড়-বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এছাড়াও হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। যদিও রবিবার ও মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনার পরিমাণ কম থাকবে উত্তরের জেলাগুলিতে
ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও হুগলী জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। তবে বাকি জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা পুর্বাভাস রয়েছে।
আলিপুর হাওয়া অফিসের তরফে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে (South bengal weather news)। বজ্রবিদ্যুৎ ও সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বিভিন্ন জেলায়।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যেটি পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান ও মধ্যপ্রদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত এলাকা থেকে উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্ত এলাকা পর্যন্ত বিস্তৃত।
মধ্যপ্রদেশ ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এবং ঝড় বৃষ্টি চলবে রাজ্যে।
বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও হুগলী জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

