WB Weather Update: সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও বিকেলের পর থেকেই আজও হাওয়া বদল হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের। জানুন বিশদে…                 

WB Weather Update: সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও বিকেলের পর থেকেই আজও হাওয়া বদল হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update)। বৃহস্পতিবারের পর শুক্রবারও সন্ধ্যার পর থেকেই জেলায়-জেলায় শুরু হবে দমকা হাওয়া সঙ্গে ঝড়বৃষ্টি (West Bengal Weather forecast)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার দক্ষিণবঙ্গের মোট সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে বলে জানানো হয়েছে।

পূর্ব পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে গিয়েছে। যার কারণে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলাতে কালবৈশাখী ঝড়ের মত পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ে বাতাস ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে।

রবিবার দক্ষিণবঙ্গের সাত থেকে আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। সোম এবং মঙ্গলবার কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী ৭ দিনে তাপমাত্রার কোনও বড়সড়ো পরিবর্তন নেই। জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সপ্তাহজুড়ে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update News):-

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বেশ কিছু জেলায় শনিও রবিবার দমকা ঝোড়ো বাতাস প্রতি ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে হতে পারে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

সোমবার ও মঙ্গলবার দু-দিনই দার্জিলিং থেকে মালদহ, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা‌। তবে ঝড়ের গতিবেগ কিছুটা কমতে পারে। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতেও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।