আচমকাই পেট্রোল আর ডিজেলের দাম বাড়ল এই বঙ্গে, জানুন নতুন দাম কত হল
latest petrol-diesel price: মহার্ঘ হল জ্বালানি। আর জ্বালানির দাম বাড়া মানে নিত্য প্রয়োজনীয় সব জিনিসেরই মূল্যবৃদ্ধি। সোমবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম।

ভারত-পাকিস্তানের অস্থির পরিস্থিতি
ভারত আর পাকিস্তানের মধ্যে অস্থির পরিস্থিতি রয়েছে। যুদ্ধের আতঙ্ক এখনও পুরোপুরি পিছু ছাড়ানি।
মহার্ঘ জ্বালানি
এই অবস্থায় মহার্ঘ হল জ্বালানি। আর জ্বালানির দাম বাড়া মানে নিত্য প্রয়োজনীয় সব জিনিসেরই মূল্যবৃদ্ধি।
পেট্রোলের দাম
কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১-৫ টাকা ১ পয়সা। এবার তা বেড়ে হল ১০৫ টাকা ৪১ পয়সা।
ডিজেলের দাম
কলকাতায় ডিজেলের দাম ছিল লিটর প্রতি ৯১ টাকা ৮১ পয়সা। এখন তা বেড়ে হল ৯২ টাকা ১ পয়সা।
দাম কার্যকর
আজ, সোমবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে রাজ্যের সর্বত্র।
কতটা দাম বাড়ল?
ইন্ডিয়ান অয়েলের পেট্রল পাম্পে এ দিন প্রতি লিটার পেট্রল ও ডিজ়েলের দাম যথাক্রমে ৪০ ও ২০ পয়সা বেড়ে হয়েছে ১০৫.৪১ টাকা ও ৯২.০২ টাকা।
কমছে অপরিশোধিত তেলের দাম
এই দেশে পেট্রোল আর ডিজেলের দাম বাড়লেও গোটা বিশ্বেই অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম কমছে।
মূল্যবৃদ্ধির আশঙ্কা
পেট্রোল আর ডিজেলের মত জ্বালানির দাম বাড়ায় জনগণের ওপর বাড়তি বোঝা চাপাছে। মূল্যবৃদ্ধির এই বাজারে ভোগান্তি আরও বাড়বে সাধারণ মানুষের।
তেলের দাম বাড়ার কারণ ?
তেলের বেসিক প্রাইস বৃদ্ধির কারণে পেট্রোল ও ডিজ়েলের দাম বেড়েছে বলে জানা গিয়েছে। কিন্তু কেন এ ভাবে দাম বেড়েছে তার কোন কারণ সামনে আসেনি সোমবার বিকেল পর্যন্ত।
নতুন দাম বাংলায় কার্যকর
গোটা দেশে নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই বাড়ান হয়েছে তেলের দাম। রাজ্য সরকার কর বাড়ায়নি। কিন্তু চালানে দেখা যাচ্ছে শুধুমাত্র তেলের বেসিক প্রাইস বেড়েছে।

