- Home
- World News
- Bangladesh News
- নজরুলের পাশেই সমাধিস্থ করা হবে ওসমান হাদিকে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের
নজরুলের পাশেই সমাধিস্থ করা হবে ওসমান হাদিকে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের
নতুন আবারও অশান্তির আশঙ্কা বাংলাদেশে। ইতিমধ্যেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির শেষকৃত্য নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ওসমান হাদির শেষকৃত্য ঘিরে নতুন করে উত্তাল হতে পারে বাংলাদেশ।

নতুন করে অশান্তির আশঙ্কা
নতুন আবারও অশান্তির আশঙ্কা বাংলাদেশে। ইতিমধ্যেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির শেষকৃত্য নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ওসমান হাদির শেষকৃত্য ঘিরে নতুন করে উত্তাল হতে পারে বাংলাদেশ। তেমনই আশঙ্কা করছে বাংলাদেশের প্রশাসন।
ওসমান হাদির শেষকৃত্য
শুক্রবার গবীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে ওসমান হাদির শেষকৃত্য নিয়ে। শেষপর্যন্ত চূড়ান্ত হয়েছে ঢাতা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে শেষকৃত্য সম্পন্ন হবে বাংলাদেশের জুলাই বিপ্লবের অন্যতম মুখ ওসমান হাদির।
নজরুলের পাশে সমাধি ওসমান হাদির
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রের খবর এই বিশ্ববিদ্যালয়েই সমাধিস্থ করা রয়েছে কবি কাজি নজরুল ইসলামকে। তা ছাড়াও একাধিক শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তির সমাধি রয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট চত্ত্বরে। তাদের পাশেই স্থান দেওয়া হবে ওসমান হাদিকে।
পরিবারের আর্জি
সংবাদ মাধ্যম সূত্রের খবর, ওসমান হাদির পরিবার নজরুলের পাশে তাঁকে সমাধিস্থ করার আর্জি জানিয়েছেন। তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে চিঠিও দিয়েছে। সেথানেই এই আর্জি জানিয়েছে। শুক্রবার রাত পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রদাশ করেছে। বিশ্ববিদ্যালয় চত্ত্বরে নিরাপত্তা আরও বাড়ান হয়েছে। ওসমান হাদির মৃত্যুর পর গোটা দেশেই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। তার যে শেষকৃত্য অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে তার আশঙ্কা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ওসমান হাদির মৃত্যু
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বাংলাদেশের আওয়ামি লিগের কোনও সদস্য ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। তাতেই গুরুতর জখম হন তিনি। সেই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। সেখানেই মৃত্যু হয় জুলাই বিপ্লবের এক নেতার।

