স্থানীয়রা জানিয়েছেন, প্রায়ই বাইরে থেকে লোকজন এখানে এসে আশেপাশের মানুষজনকে নানাধরনের ইঙ্গিত করে। তাঁদের দাবি, এক প্রভাবশালী নেতার শ্যালিকা এই দেহ ব্যবসাটির সঙ্গে যুক্ত। তাদের আক্ষেপ এবিষয়ে বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।
নানা বয়সী মহিলাদের আনাগোনা চলছিল। বাইরের থেকে আসত পুরুষরাও । অভিযোগ, দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসার বাড়বাড়ন্ত চলছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার রবীন্দ্রকানন শিশু উদ্যান এলাকায়। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় দেহব্যবসা চললেও ভয়ে কেউ মুখ খোলার সাহস দেখান না । তাদের অভিযোগ,এই সবের সঙ্গে যুক্ত এক প্রভাবশালীর শ্যালিকা । অবশেষ সেই মধুচক্রেই পুলিশ হানা দিতেই সব ফাঁস হয়ে গেল। গ্রেফতার মহিলা ও পুরুষ মিলিয়ে ১৭ জন।
বাইরে থেকে বহু পুরুষ ও মহিলারা আনাগোনা চলে । এলাকার মহিলারাও এসব নিয়ে মাঝেমধ্যেই সমস্যায় পড়েন। এনিয়ে এলাকায় নানা চর্চা হলেও বড় কোন পদক্ষেপ করা হয়নি । স্থানীয় সূত্রে খবর, নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র কানন শিশু উদ্যানের ঠিক পাশে বহুদিন ধরেই মধুচক্রের রমরমা কারবার চলছিল। দিনের বেলায় অল্প বয়সী মেয়েরা এখানে আসত বলে অভিযোগ। আর রাত বাড়লেই এখানে আসত বিভিন্ন বয়সের গৃহবধূরা। সোমবার একটি ঘটনা থেকে শুরু হয় উত্তেজনা। স্থানীয় এক গৃহবধূকে কটূক্তি করে অশ্লীল অঙ্গভঙ্গি করে উত্যক্ত করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে । ওই বধূ প্রতিবাদ করতেই কুপ্রস্তাব দেওয়া হয় । সহ্যের সীমা ছাড়াতেই পুলিশে অভিযোগ জানান ওই বধূ। তদন্তে নেমেই হদিশ মিলল মধুচক্রের।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায়ই বাইরে থেকে লোকজন এখানে এসে আশেপাশের মানুষজনকে নানাধরনের ইঙ্গিত করে। তাঁদের দাবি, এক প্রভাবশালী নেতার শ্যালিকা এই দেহ ব্যবসাটির সঙ্গে যুক্ত। তাদের আক্ষেপ সেই কারণেই হয়ত এবিষয়ে বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।এবিষয়ে অবশ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে কেউই কখনোই মৌখিক বা লিখিত কোনও অভিযোগই এই মধুচক্রের ব্যাপারে করা হয়নি থানায় । তবে সোমবার রাতের ঘটনা প্রকাশ্যে আসতেই জল গড়ায় বহুদূর। বজবজ থানার পুলিশ হানা দিয়ে ওই মধুচক্রের আসরের মূল পান্ডা সহ ৫ মহিলা এবং ১২ জন পুরুষকে গ্রেফতার করে । তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আলিপুর কোর্টে পাঠিয়েছে। যদিও সমগ্র ঘটনায় স্থানীয়রা কেউই প্রকাশ্যে এই ব্যাপারে কিছু বলতে চাইছেন না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
