ঘটনার পর কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ডিসি আরিস বিলাল ঘটনাস্থলে আসেন। 

ভয়ের ভাঙড়ে (Bhangar) প্রেমের জন্য গুলি। তেমনই বলছে পুলিশের (Police) রিপোর্ট। নিজের পুরানো প্রেমিকাকে ফিরে পেতেই ভাঙড়ে গুলি চালান হয়েছিল। পুলিশের রিপোর্টে এমনই তথ্য উঠে এলো। সোমবার ভর সন্ধ্যায় ভাঙড়ের ভাটিপোতা এলাকায় শুট আউটের ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয় জাহির পুরকাইত নামে এক যুবক। বর্তমানে তিনি আহত অবস্থায় রুবি হাসপাতালে ভর্তি আছেন।

ঘটনার পর কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ডিসি আরিস বিলাল ঘটনাস্থলে আসেন। তদন্তে নেমে পুলিশ পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজনদেরকেও জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে জাহির পুরকাইতের স্ত্রীকে ভালোবাসতো তাদের আত্মীয় ইনজামামুল পৈলান। পরিবার সদস্যরা ও চেয়েছিল ইনজামামুলের সঙ্গে তাদের মেয়ের বিয়ে হোক। কিন্তু তার আগেই জাহির পালিয়ে বিয়ে করে এলাকা ছেড়ে ভাটিপোতা এলাকায় থাকছিল। বিয়ে হয়ে গেলে ও প্রেমিকাকে ভুলতে পারিনি ইনজামামূল। পথের কাঁটা সরাতেই জাহিরকে গুলি করে খুনের চেষ্টা করে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ এই ঘটনায় ইনজামামুলের বিরূদ্ধে মামলা রুজু করে তল্লাশি অভিযান চালাচ্ছে। ঘটনার পর থেকে পলাতক বনগ্রামের যুবক ইনজামামুল।

যদিও রাজ্যে অশান্তির আরও একটি নাম হল ভাঙড়। কারণ দুষ্কৃতী বা সমাজবিরোধীদের খাস তালুক এই এলাকা। মারামারি- থেকে গোলাগুলি এই এলাকার নিত্যদিনের ঘটনা। কিন্তু এবার সম্পূর্ণ অন্য কারণে গুলি চলল। যদিও এই ঘটনার তদন্ত এখনও করছে পুলিশ। কথা বলেছে স্থানীয়দের সঙ্গে। পাশাপাশি খোঁজ চলছে ঘটনার মূল অভিযুক্ত ইনজামামুলেরও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।