- Home
- West Bengal
- West Bengal News
- Rain News: ২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, জানুন কোথায় কতটা বৃষ্টি হল
Rain News: ২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, জানুন কোথায় কতটা বৃষ্টি হল
গত ২৪ ঘণ্টা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। কোথাও হাঁটু সমান জল। কোথাও আবার নদী মিশেছে রাস্তায়। এক নজরে দেখে নিন কোথায় কতটা বৃষ্টি হল
- FB
- TW
- Linkdin
২৪ ঘণ্টা টানা বৃষ্টি
বছরের প্রথম বর্ষা বললে খুব একটা ভুল হবে না। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকেই টাকা বৃষ্টি হল। তবে শুক্রবার দিনভর বৃষ্টি হয়।
টানা বর্ষায় দুর্ভোগ
টানা বর্ষায় ব্যহত হয়েছে জনজীবন। ব্যহত হয়েছে যান চলাচল। বিদ্যুৎ বিভ্রাটও সঙ্গী।
শহর থেকে রাজ্যের জলছবি
কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই জল জমতে শুরু করেছে। এক নজরে দেখে নিন কোথায় কোথায় কত বৃষ্টি হল।
সবথেকে বেশি বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী সবথেকে বেশি বৃষ্টি হয়েছে দমদমে। কলকাতায় ২৪ ঘণ্টায় দমদমে বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটারের বোশি।
দ্বিতীয় স্থানে সল্টলেক
দ্বিতীয় স্থানে রয়েছে সল্টলেট। সেখানে বৃ্ষ্টির পরিমাণ ৮১.১ মিলিমিটার। আলিপুরে বৃষ্টি হয়েছে ৩১.৯ মিলি মিটার।
জলমগ্ন শহর
টানা বৃষ্টির জেলে রাজারহাট, চিনারপার্ক-সহ শহরের বেশ কয়েকটি এলাকায় জল জমে রয়েছে।
জলছবি জেলাতেও
কলকাতার মতই অবস্থা জেলার। বীরভূম, আসানসোল -সহ রাজ্যের একাধিক জেলার বিভিন্ন অংশ জলমগ্ম।
বাতিল বিমান
অন্ডাল বিমান বন্দরে ব্যহত হয়েছে পরিষেবা। বাতিল করা হয়েছে একাধিক উড়ান। বন্ধ করে দেওয়া হয়েছে অন্ডালের বিমান বন্দর
জলথৈথৈ রাস্তা
কলকাতার মতই জেলাতেও বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। সেতুর ওপর দিয়ে জল বইছে। রাস্তাঘাট জলমগ্ন। নিচু এলাকার বাসিন্দাদের সরিয়ে ত্রাণ শিবিরে আক্রায় দেওয়া হয়েছে।
ডিভিসি জল ছাড়ছে
এই অবস্থাতেই জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। ইতিমধ্যেই ৭০ হাজার কিউসেক জল ছাড়েছে। যাতে হাওড়া হুগলি আর বর্ধমানের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।