- Home
- West Bengal
- West Bengal News
- দক্ষিণে জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা, রইল আপডেট
দক্ষিণে জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা, রইল আপডেট
বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে বিহারে ঘূর্ণাবর্তে পরিণত হওয়ায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমেছে। তবে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯টি জেলায় রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, যদিও ভারী বর্ষণের সম্ভাবনা নেই।

সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ধরেছে বৃষ্টি। সাগরের ওপর যে নিম্নচাপ ছিল তা শক্তিক্ষয়করে বিহারের ওপর ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তাই উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, কলকাতা সহ দক্ষিণের ৯ জেলাতেই আছে সতর্কতা।
আলিপুর আবহাওয়ার দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ ছিল, তা শক্তি ক্ষয় করে বিহারে সাধারণ ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে। আর তার শক্তি ক্রমণ কমছে।
এই কারণে উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। সোমবার পাহাড় ও সমতলে সেভাবে বৃষ্টি হয়নি। সকালের দিক কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে হিয়েছে।
মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েনি। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে উত্তরের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়াতে আছে সতর্কতা। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হতে পারে হালকা বৃষ্টি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি।

