- Home
- West Bengal
- West Bengal News
- RG kar case: 'সরকারের ক্ষতি করে নিজেদের আখের গুছিয়ে ছিল', সন্দীপদের নিয়ে বড় দাবি CBI-এর
RG kar case: 'সরকারের ক্ষতি করে নিজেদের আখের গুছিয়ে ছিল', সন্দীপদের নিয়ে বড় দাবি CBI-এর
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় আদালতে বড় দাবি করল সিবিআই। মঙ্গলবার শুনানি ছিল আলিপুরের বিশেষ আদালতে।
| Published : Nov 05 2024, 09:37 PM IST
- FB
- TW
- Linkdin
আরজি কর আর্থিক দুর্নীতি মামলা
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই বিশেষ আদালতে বড় দাবি করল সিবিআই।
ঘনিষ্ট আঁতাঁত
আলিপুর আদালতে সিবিআই দাবি করেছে আরজি কর আর্থিক দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তারা নিজেদের মধ্যে ঘনিষ্ট আঁতাঁত তৈরি করেছিল।
সরকারের ক্ষতি
সিবিআই আরও বলেছেন, নিজেদের মধ্যে আঁতাঁত তৈরি করে নিজেরা লাভবান হয়েছিল। আর সরকারের ক্ষতি করেছিল।
আর্থিক দুর্নীতি কাণ্ডে গ্রেফতার
আরজি কর আর্থিক দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে সিবিআই।
সিবিআইএর দাবি
আরজি করের আর্থিক দুর্নীতি মামলার শুনানিতে সিবিআই দাবি করেছে, সন্দীপ, বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার আলি খান, আশিসকুমার পাণ্ডে হাসপাতাল থেকে আখের গুছিয়ে নিতে নিজেদের মধ্যে ‘ঘনিষ্ঠ আঁতাঁত’ গড়ে তুলেছিলেন।
জেল হেফাজতের দাবি
আদালতে সিবিআই দাবি করেছে, ধৃতদের জেল হেফাজত আরও ১৪ দিন বৃদ্ধি করা হোক।
আরজি করের দুর্নীতি
আরজি করের আর্থিক দুর্নীতির কথা প্রথম প্রকাশ্য়ে আনে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তাঁর অভিযোগপত্রে ১৫টি অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল।
প্রচুর টাকা নয়ছয়
আরজি করের আর্থিক তছরুপ মামলায় প্রচুর টাকা নয়ছয় হয়েছে বলেও দাবি করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার।
অনুমতি ছাড়া সম্পত্তি দেওয়া
সরকারের সম্পত্তি স্বাস্থ্য ভবন এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি বা সংগঠনকে দেওয়া হয়েছে
সুপ্রিম কোর্টে কাল শুনানি
অন্যদিকে আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে আগামিকাল। শুনানি হবে প্রথমেই। জনিয়েছে শীর্ষ আদালত।