- Home
- West Bengal
- West Bengal News
- বাংলাজুড়ে ফের বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন ভিজবে কোন কোন জেলা, রইল আপডেট
বাংলাজুড়ে ফের বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন ভিজবে কোন কোন জেলা, রইল আপডেট
বর্ষা বিদায়ের পথে থাকলেও, একটি ঘূর্ণবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

বিদায়ের পথে বর্ষা। দক্ষিণ বাংলাদেশের কাছে একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে বাতাসের নিম্নস্তরে। জানা যায় বর্ষা বিদায়ের সময় এমনই হয়ে থাকে। তবে, এর প্রভাবেই ফের হবে বৃষ্টি, এমনই জানাল হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এর প্রভাবে উপকূলবর্তী জেলায় উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদেও হবে বৃষ্টি। আজ এই কয় জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে প্রবল। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি।
বিক্ষিপ্তভাবেই বৃষ্টির সম্ভাবনা আছে আগামী তিন-চার দিন। তারপর ধীরে ধীরে কমবে বৃষ্টি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ বৃহস্পতিবার হবে বৃষ্টি। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ এক-দুই পশলা হালকা ও মাঝারি সম্ভাবনা আছে। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ এক দু পশলা হালকা ও মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
রাজ্যে এখনও মৌসুমী বায়ু আছে। পাশাপাশি গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছুটা অংশ বিদায় হয়েছে বর্ষার। নিম্নচাপের জন্য কিছুট থমকে ছিল বর্ষা বিদায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী ২-৩ দিনের মধ্যে গুজরাতের যে অংশ বাকি রয়েছে, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের কিছু অংশ এবং উত্তর প্রদেশের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে।

