- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: মঙ্গলবার গোটা দিন আকাশের মুখ ভার, উৎসবের দিনেও চলছে দুর্যোগ
Weather News: মঙ্গলবার গোটা দিন আকাশের মুখ ভার, উৎসবের দিনেও চলছে দুর্যোগ
- FB
- TW
- Linkdin
চারিদিকে চলছে উৎসবের মরশুম। প্যান্ডেলে প্যান্ডেলে পুজিতে হচ্ছেন গণেশ। শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে ১০ দিন ধরে চলবে উৎসবে।
এই উৎসব মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা ও কর্ণাটকে পালিত হয় উৎসব। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় পালিত হয় এই উৎসব। এই উৎসবের দিনে মুখ ভার আকাশের।
এদিকে নিম্নচাপের পরিণত হয়েছে বঙ্গোপসাগরের তৈরি হওয়া ঘূর্ণাবর্তা। এর কারণে ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে হচ্ছে বৃদ্ধি। সে কারণে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন ধরে চলছে বৃষ্টি। বিভিন্ন জেলায় হচ্ছে বৃষ্টি।
আজ সকাল থেকে দফায় দফায় চলছে বৃষ্টি। আগেই আলিপুর আবহাওযা দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
সেই মতো, সকাল থেকে বিভিন্ন অঞ্চলে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে কলকাতার বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে।
এদিকে বুধবারও এই একই আবহাওয়া থাকার আভাস দিয়েছেন। বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আগেই।
তেমনই আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।