সংক্ষিপ্ত
এবার বাড়িও নিরাপদ নয়। বাড়ির সামনে থেকে নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল বাইক বাহিনীর বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে মালদহে। মালদহের হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামের ঘটনা। খবর পেয়ে সেখানে যায় হরিশ্চন্দ্রপুরের পুলিশ। জানা গিয়েছে, দুই দুষ্কৃতী বাইকে করে এসে মেয়েটিকে তুলে নিয়ে যায়। হেলমেটে মুখ ঢাকা থাকায় কেউ তাদের দেখতে পায়নি।
শনিবার বাড়ির সামনে দাঁড়িয়ে খেলা করছিল সাত বছরের নাবালিকা আফরোজা খাতুন। সে সময় বাইকে চড়ে আসে দুই দুষ্কৃতী। হেলমেট ছিল তাদের মাথায়। মেয়েটিকে বাইকে তুলে চম্পট দেয়। নাবালিকার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে স্থানীয়রা হাজির হয়। তবে তারা হাজির হলেও কোনও লাভ হয়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মেয়েকে কে বা কারা এভাবে অপহরণ করে নিয়ে গেল সে সম্পর্কে ধারণা করতে পারছেন না আফরোজার মা মালা বিবি ও বাবা রাজু শেখ।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক ভাবে সেই বাইক আরোহীদের চিহ্নিত করে তারা নাবালিকাকে কোথায় নিয়ে গিয়েছে তা জানার চেষ্টা চলছে। এখনও অপহরণকারীদের ফোন আসেনি। মুক্তিপণের দাবি করেনি বলে খবর। যদি কোনও ফোন আসে সেই নম্বরের সূত্র ধরে তাদের খুঁজে বের করা হতে পারে।
বাড়ির মধ্যেও নিরাপদ নয় কেউ। এই ঘটনা দিল তারই প্রমাণ। সাত বছরের শিশুকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। হেলমেট পরা অবস্থায় বাইকে চেপে দুই ব্যক্তি বাচ্চাটিকে তুলে নিয়ে যায়। এখনও মেলেনি খবর। আসেনি মুক্তিপণ চেয়ে কোনও ফোন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।