সংক্ষিপ্ত
রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগকারিণীর সঙ্গে তৃণমূল যোগ! “রাজনৈতিক ষড়যন্ত্র”বলে দাবি বিরোধীদের
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগকারীর সঙ্গে তৃণমূল যোগ রয়েছে। এমনই দাবি করছে বিরোধীরা। শুধু বিজেপি নয়। এর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে মত সিপিএম-এরও একাংশের।
এর মাঝে অভিযোগকারীণীর মা প্রাক্তণ তৃণমূল প্রার্থী খবর প্রকাশ্যে আসার পরে আরও জোর তরজা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। জানা যায় অভিযোগকারী ওই মহিলার বাড়ি পূর্ব মেদিনীপুরে। ২০১৯ সাল থেকে তিনি রাজভবনে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করছেন। এর পরেই প্রকাশ্যে আসে এক চাঞ্চল্যকর তথ্য! ২০২২ সালে একটি স্থানীয় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন অভিযোগকারীর মা। তবে সেই ভোটে সিপিএম-এর কাছে হেরে যান তিনি। এই খবর জানাজানি হতেই রাজ্যপালের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলেই দাবি করছেন বিরোধীরা।
রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে দেখছে সিপিএমও। সিপিএমের সম্পাদক নিরঞ্জন সিজি জানান, "নির্যাতিতার মা তৃণমূলের হয়ে এক সময় ভোটে লড়েছিলেন। তখনকার সব কথাই আমার মনে আছে। সন্দেশখালি কাণ্ড, নিয়োগ দুর্নীতি ইত্যাদি থেকে নজর ঘোরাতে তৃণমূল পরিকল্পিত ভাবে এই কাণ্ড ঘটিয়েছে। রাজ্যপালকে কলুষিত করতে এটা তৃণমূলের গভীর ষড়যন্ত্র।"
তবে এখনও খোঁজ পাওয়া যায়নি অভিযোগকারীর। বহুবার তার বাড়ি যাওয়া হলেও বাড়িতে তালাবন্ধ পাওয়া যায়। ফোনে চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি অভিযোগকারিণীর পরিবারের কারও সঙ্গেই। অভিযোগ দায়ের করার পরেই সকলে কলকাতা রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে প্রতিবেশীদের তরফে।