সংক্ষিপ্ত
বসিরহাট আদালতে হাজিরা ছিল শেখ শাহজাহানের। সেখানেই সন্দেখালির স্টিং অপারেশনের ভিডিও নিয়ে মুখ খুল শাহজাহান।
ভোটের মধ্যেই রাজ্য রাজনীতিতে সরগরম সন্দেশখালির স্টিং আপারেশনেপ ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। যাইহোক এই অবস্থাতে সন্দেশখালির স্টিং অপারেশন নিয়ে মুখ খুললেন সন্দেশখালির প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা তথা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। মঙ্গলবার বসিরহাট আদালতে তোলা হয় তাঁকে। সেই সময়ই সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টিং অপারেশন নিয়ে মন্তব্য করেন তিনি।
শাহজাহান শেখ বলেন, সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিওটি ফেক নয়, এটি অরিজিনাল ভিডিও। শাহজাহান শেখের মন্তব্য অনুযায়ী বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ভিডিওতে যা যা বলেছেন তা সত্য। তবে এর বেশি আর বলার সুযোগ তিনি পাননি। ১৪ দিনের জেল হেফাজত শেষ হওয়ার পরে এদিন বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় শাহজাহানকে। প্রিজনভ্যান থেকে নামার পরেই তিনি এজাতীয় মন্তব্য করবেন।
Narendra Modi: ভোট প্রচারে রবিবার রাজ্যে নরেন্দ্র মোদী, একই দিনে তিনটি জনসভার সূচি রইল এখানে
সন্দেশখালিকাণ্ডের মূল পাণ্ডা শেখ শাহজাহান। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালির শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। সেই সময়ই শাহজাহানের অনুগামীরা তদন্তকারীদের ওপর হামলাচালায়। তারপর থেকেই ফেরার ছিল শাহজাহান। এই ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতিতে আলোচনায় উঠে আসে সন্দেশখালি। দীর্ঘদিন পরে শাহজাহান পুলিশের জালে পড়ে। কিন্তু ততদিন শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতন অপরহণে, বেআইনিভাবে জমি দখলের অভিযোগও তোলে স্থানীয় মহিলারা। এই ঘটনা নিয়েই তৈরি হয়েছে স্টিং অপারেশন। যেখানে বিজেপির মণ্ডলসভাপতি গঙ্গাধর কয়াল বলেছেন গোটা ঘটনা হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে। মদ ও টাকার বিনিময় তিনি সন্দেশখালির বিক্ষোভ তৈরি করেছিলেন বলেও জানিয়েছিলেন গঙ্গাধর। যদিও পরবর্তীকালে স্টিং অপারেশন নিয়ে সিবিআই তদন্ত চেয়েছেন গঙ্গাধর। তিনি বলেছেন ভিডিওতে যে গলা শোনা যাচ্ছে সেটা তাঁর গলা নয়। সন্দেশখালির স্টিং অপারেশন নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরকে নিশানা করেছেন।
SSC case: '১৯ হাজার যোগ্য', আদালতে জানাতেই এসএসসিকে তুলোধনা সুপ্রিম কোর্টের