মঙ্গলবার প্রকাশ পাচ্ছে খসড়া ভোটার তালিকা। তার আগেই আজ সোমবার বুধ লেভেল আধিকারিক অর্থাৎ BLOদের কাছে পৌঁছে গেল খসড়া ভোটার তালিকা।

মঙ্গলবার প্রকাশ পাচ্ছে খসড়া ভোটার তালিকা। তার আগেই আজ সোমবার বুধ লেভেল আধিকারিক অর্থাৎ BLOদের কাছে পৌঁছে গেল খসড়া ভোটার তালিকা। বিএলও-দের কাছে যে তালিকা পাঠান হয়েছে তা বুথ ধরে। তেমনই জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে।

খসড়া তালিকা প্রকাশ

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ খসড়া ভোটার তালিকা নির্বাচন কমিশান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শেষ পর্যায়ে যাতে কোথায় কোনও সমস্যা না হয় তারজন্য সবকিছু খতিয়ে দেখছে নির্বাচন কমিশনের আধিকরিকরা। কমিশন জানিয়েছে,খসড়া তালিকা প্রকাশের পরই তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে।

নির্বাচন কমিশনের voters.eci.gov.in এবং wbceo.wb.gov.in ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ECINET অ্য়াপেও এই তালিকা দেখা যাবে। বিএলও-এদর কাছে থাকবে খসড়া ভোটার তালিকা। তাদের বুথে তালিকা নিয়ে বসার নির্দেশ দিয়েছে কমিশন। রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও দেওয়া হবে সফটকপি। নির্বাচন কমিশনের পাশাপাশি জেলা শাসকের কাছেও থাকবে খসড়া ভোটার তালিকা। যাদের নাম বাদ গেছে তাদের নিয়ে শুনানির কাজ শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর থেকে। খসড়া ভোটার তালিকা যাচাই করার পর যদি কারও আপনার নাম না থাকে তাহলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই পরিস্থিতিতে আপনাকে ফর্ম ৬ -এর অ্যানেক্টার ৪ সঠিকভাবে পুরণ করতে হবে। নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগামী ১৭ ডিসেম্বর থেকে ভোটার তালিকা সংক্রান্ত শুনানি শুরু হতে চলেছে। এই শুনানি বা হিয়ারিং প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নই হল- কাদের ডাকা হবে?

১। যাদের ২০০২ সালের তথ্যের সঙ্গে ২০২৫এর তথ্যের ম্যাপিং বা মিল পাওয়া যায়নি।

২। যারা এনুমারেশন ফর্মের নিচে থাকা ২০০২ সালের অংশটি পুরণ করতে পারেনি।

৩। যাদের জমা দেওয়া তথ্যে কোনও ত্রুটি বা অসংগতি ধরা পড়েছে।