- Home
- West Bengal
- West Bengal News
- আজ থেকেই পশ্চিমবঙ্গে SIR শুরু? ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের বড় নির্দেশ
আজ থেকেই পশ্চিমবঙ্গে SIR শুরু? ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের বড় নির্দেশ
Sir in West Bengal: ভোটার তালিকার নিবিড় সমীক্ষা কি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে- নির্বাচন কমিশনের নির্দেশ ঘিরে তেমনই জল্পনা বঙ্গে। জেলা স্তরে ভোটার তালিকা মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছে কমিশন।

পশ্চিমবঙ্গেও SIR!
তাহলে কি পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেল বিহারের মত ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা? তেমনই জল্পনা নির্বাচন কমিশনের নির্দেশে। সূত্রের খবর এই বিষয়ে জেলের নির্বাচনী আধিকারিকজের একটি নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশ
সূত্রের খবর নির্বাচনী অধিকারিকের দফতর থেকে একটি জরুরি নির্দেশ জারি করা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী রাজ্যের সব জেলা নির্বাচনী আধিকারিকদের ভোটার তালিতা মেলানোর প্রক্রিয়া সুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রক্রিয়া শুরু হচ্ছে আজ, অর্থাৎ শুক্রবার ১২ই সেপ্টেম্বর থেকে। এই প্রক্রিয়া ২০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটার তালিকা মেলানোর কারণ
নির্বাচন কমিশন সূত্রের খবর, ২০০২ সালে শেষবারের মত ভোটার তালিকার সংশোধন করা হয়েছিল। সেই তালিকার সঙ্গে ২০২৫ সালের চূড়ান্ত ভোটার তালিকার তুলনা করা। এই প্রক্রিয়ার মাধ্যমেই ভোটারদের তথ্য়ের পরিবর্তন খতিয়ে দেখা হবে।
প্রক্রিয়ার ৪টি ভাগ
ভোটার তালিকা মেলানোর প্রক্রিয়াকে ৪টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই তথ্য যাচাই করা হবে। দ্বিতীয় স্তরে রয়েচে সংশ্লিষ্ট ভোটারের পিতামাতার তথ্য় মিলিয়ে দেখা। যদি কোনও ভোটারের নাম ২০০২ সালের তালিকায় না পাওয়া যায় তাহলে সংশ্লিষ্টের বাবা বা মায়ের নাম দিয়ে তথ্য যাচাই করা হবে।
প্রতিদিন বিএলওদের রিপোর্ট দিতে হবে। অনলাইনে তা আপডেট করতে হবে। পুরো প্রক্রিয়া সুপারভাইজাক করবে বিএলও।
কমিশনের পর্যবেক্ষণ
ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ১৮ ও ১০ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কাজটি পর্যবেক্ষণ করবে।

