মুর্শিদাবাদের পর এবার উত্তর দিনাজপুর। চাকুলিয়ায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIRর প্রতিবাদে বৃহস্পতিবার বিডিও অফিসে ভাঙচুর আর আগুন ধরানো হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর রাজ্য সড়কও অবরোধ করা হয়েছে।
মুর্শিদাবাদের পর এবার উত্তর দিনাজপুর। চাকুলিয়ায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIRর প্রতিবাদে বৃহস্পতিবার বিডিও অফিসে ভাঙচুর আর আগুন ধরানো হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর রাজ্য সড়কও অবরোধ করা হয়েছে। SIR-এর শুনানির ডন্য যাদের ডাকা হয়েছে তারাই এই বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও নির্বাচন কমিশন এই ঘটনায় কড়া ব্যবস্থা নিতে বলেছে। সূত্রের খবর জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে এফআইআর করার নির্দেশ দিয়েছে কমিশন।
চাকুলিয়ায় বিক্ষোভ
পুলিশ সূত্রে জানা গিয়েছে চাকুলিয়ায় কাহাটা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন কয়েক জন। যারা এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন তারাই মূলত এই বিক্ষোভের সঙ্গে যুক্ত। এই বিক্ষোভকারীদের জন্য ব্যহত হয় যান চলাচল। রাজ্য সড়কে তীব্র যানজনটের সৃষ্টি হয়। এরই মধ্যে একজন উত্তেজিত জনতা স্থানীয় বিভিও অফিসে বিক্ষোভ দেখান। সেখআনে ভাঙচুর চালায়। আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। ইসলামপুর পুলিশ জেলায় উচ্চ সতর্কতা জারি করেছে।
ফারাক্কার ঘটনার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী অধাকারিক কড়া নির্দেশ দিয়েছেন জেলা শাসকদের। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিইও-দের নির্দেশে বলা হয়েছে। কোনও শুনানি কেন্দ্র বদল করা হবে না। পাশাপাশি জেলা নির্বাচনী আধিকারিকদের তিনি মনে করিয়ে দেন আনম্যাপড ও লজিক্যাল ডিসক্রিপেন্সি মামলাগুলির নিষ্পত্তিতে অগ্রাধিকার দিতে হবে। এব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে হবে ডিইও-দেরই। ইআরও ও এইআরও-রা অন্য়ান্য বিষয়গুলি স্বতঃপ্রণোদিত হয়ে সিদ্ধান্ত নেবেন। কোনও ভাবেই কমিশনের নির্দিষ্ট করা শুনানি কেন্দ্র স্থানান্তর করার সিদ্ধান্ত নেবেন না। তা হলে বিষয়টি গুরুতর ভাবে নেবে কমিশন।
ফারাক্কার ঘটনা
বুধবার ফারাক্কায় বিডিও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলাম ও তার অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদ। গতকাল বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় শুনানি। পরে নির্বাচন কমিশনের নির্দেশ দায়ের হয় এফআইআর। ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে মুর্শিদাবাদের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।


