- Home
- West Bengal
- West Bengal News
- Dilip Ghosh: দিলীপ ঘোষের বিয়ের আসরে সাপ, ভয়ঙ্কর অশুভ কোনও সংকেত নয় তো! কী বলছেন জ্যোতিষীরা?
Dilip Ghosh: দিলীপ ঘোষের বিয়ের আসরে সাপ, ভয়ঙ্কর অশুভ কোনও সংকেত নয় তো! কী বলছেন জ্যোতিষীরা?
বিয়ের আসরে সাপ ঢোকার ঘটনা ঘটেছে দিলীপ ঘোষের বাড়িতে। এই ঘটনা শুভ না অশুভ, তা নিয়ে চলছে ব্যাপক চর্চা, কী বললেন জ্যোতিষীরা?

মোটে আর কয়েকটা ঘণ্টা বাকি, তারপরেই বিয়ের পিঁড়িতে বসবেন দিলীপ ঘোষ। আর তার মধ্যেই বাড়িতে ছড়াল তুমুল আতঙ্ক!
বিয়ের বাড়ি সকাল থেকে আনাগোনা শুরু হয়ে গিয়েছে ঘনিষ্ঠ মহলের। তার মধ্যেই ঢুকে বাড়িতে ঢুকে গেল একটা ভয়াবহ সাপ।
কিন্তু বিয়ের আসরে সাপ ঢুকলে ঠিক কী কী হতে পারে জানেন? এই ঘটনারও রয়েছে বেশ কিছু বাস্তুমত।
জ্যোতিষীদের বেশিরভাগেরই মতে, বিয়ের বাসরে সাপ ঢুকে পড়া মানে তা অবশ্যই ইতিবাচক। আবার অনেকেই বলেছেন বিবাহের বাড়িতে সাপ ঢুকে পড়া অশুভ।
এ প্রসঙ্গে আবার সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে যোগাযোগ করা হয় জ্যোতিষী শৌভিক ঘোষের সঙ্গে। এরপর সেই সংবাদ মাধ্যম থেকে জানা যায়, “বর্ষাকালে ঝোপ-ঝাড় থাকলে যে কোনও জায়গায় সাপ আসতেই পারে। এর সঙ্গে ভালো বা খারাপের কোনও যোগ নেই। একটি সাপের উপস্থিতি কখনই কারও ভাগ্য পরিবর্তন করতে পারে না।”
৬১ বছর বয়সে সাতপাক ঘুরছেন এই প্রাক্তন সাংসদ। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার।
অতি ঘনিষ্ঠমহলের উপস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় সম্পূর্ণ হবে শুভ পরিণয়। চার হাত এক হবে এই হবু দম্পতির।

