- Home
- West Bengal
- West Bengal News
- টানা এক সপ্তাহ বাংলা থেকে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন, তালিকা প্রকাশ করল দক্ষিণ পূর্ব রেল
টানা এক সপ্তাহ বাংলা থেকে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন, তালিকা প্রকাশ করল দক্ষিণ পূর্ব রেল
ট্র্যাক এবং সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভারতীয় রেল নভেম্বরের নির্দিষ্ট কিছু দিনের জন্য একাধিক ট্রেন বাতিল করেছে। এর মধ্যে শালিমার-মুম্বই, শালিমার-ভুজ, এবং গোরক্ষপুর-শালিমার রুটের মতো ট্রেন অন্তর্ভুক্ত, যার ফলে যাত্রীদের ভোগান্তি হতে পারে।

ফের ভোগান্তি যাত্রীদের। এবার প্রায় সপ্তাহ ধরে চলবে ভোগান্তি। টানা বন্ধ থাকবে একগুচ্ছ ট্রেন। দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে ভ্রমণ করে থাকে। ছোট হোক বা বড় যেখানেই যান না কেন, অনেকেই ট্রেনের ওপর ভরসা করে থাকেন। এবার সকলের যাতায়াতে হতে চলেছে সমস্যা। এবার হতে পারে ভোগান্তি।
বর্তমান অনেক রুটে ট্র্যাক এবং সিগন্যাসিং রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এর ফলে কিছু ট্রেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এতে যাত্রীদের অসুবিধার কারণ হতে পারে। জেনে নিন বাতিল হচ্ছে কোন কোন ট্রেন।
ট্রেন নম্বর ১৮০৩০ শালিমার- মুম্বই লোকমান্য তিলক টার্মিনাল কুরলা এক্সপ্রেস ২১ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ২২৮৩০ শালিমার- ভূজ সুপারফাস্ট এক্সপ্রেস ১৫ নভেম্বর বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ২২৮২৯ ভূজ- শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ১৮ নভেম্বর বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ১৫০২২ গোরক্ষপুর- শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস ১৭ নভেম্বর বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ১৫০২১ শালিমার- গোরক্ষপুর সাপ্তাহিক এক্সপ্রেস ১৮ নভেম্বর বাতিল করা হয়েছে।
ট্রেন নং ১৮০২৯ মুম্বই লোকমান্য তিলক টার্মিনাস- শালিমার কুরলা এক্সপ্রেস ১৯ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।
ট্রেন নং ১২১৫১ মুম্বই লোকমান্য তিলক টার্মিনাল- শালিমার সমরাস্তা এক্সপ্রেস ১৯ নভেম্বর অবধি বাতিল হয়েছে।
ট্রেন নং ১২১৫২ শালিমার- মুম্বই লোকমান্য তিলক টার্মিনাল সমরাস্তা এক্সপ্রেস ২১ নভেমর অবধি বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ২০৯৭১ উদয়পুর শহর- শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন ১৫ নভেম্বর বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ২০৯৭২ শালিমার- উদয়পুর সিটি সুপারফাস্ট এক্সপ্রেস ১৬ নভেম্বর বাতিল করা হয়েছে।

