Winter news: আর ঠিক কতদিন 'খেলা দেখাবে' শীত? রইল আবহাওয়ার বড় আপডেট
২৫ ডিসেম্ব থেকে কলকাতা সহ বঙ্গে হাড়কাঁপানো শীত ছিল। পৌষ সংক্রান্তি শেষ। তাই এবার কনকনে ঠান্ডা বিদায় নেওয়ার পালা। এই অবস্থায় কী পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।

এবার শীতের লম্বা স্পেল
এবার লম্বা শীতকাল দেখল কলকাতা-সহ গোটা বঙ্গ। কারণ মোটের ওপর অক্টোবরের শেষ থেকেই শীতের আমেজ শুরু হয়েছিল। মাঝখানে তাপমাত্রার পারদ কিছুটা চড়়া ছিল। কিন্তু ২৫ ডিসেম্ব থেকে কলকাতা সহ বঙ্গে হাড়কাঁপানো শীত ছিল। পৌষ সংক্রান্তি শেষ। তাই এবার কনকনে ঠান্ডা বিদায় নেওয়ার পালা। এই অবস্থায় কী পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।
কলকাতার তাপমাত্রা
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি। দুটোই কিন্তু স্বাভাবিকের তুলনায় কম। অর্থাৎ কলকাতায় এখনও জাঁকিয়ে শীত রয়েছে। আগামী সাত দিন তাপমাত্রা ১-৩ ডিগ্রির মত বাড়তে পারে। অর্থাৎ ধীরে ধীরে শীতের আমেজ কমবে।
দক্ষিণবঙ্গে শীতের পূর্বাভাস
আজও দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন। তবে কলকাতার সঙ্গে গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রারা পারদ ধীরে ধীরে বাড়বে। সঙ্গে কুয়াশার দাপটও বাড়বে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মাঘ মাসের ৩ তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত কনকনে ঠান্ডা থাকবে দক্ষিণের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে কুয়াশারও সতর্কতা জারি করা হয়েছে সকালের দিকে।
উত্তরবঙ্গের আবহাওয়া
রাজ্যের শীতলতম স্থান দার্জিলিং। তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মত এখনই উত্তরের তাপমাত্রার পারদ দ্রুত চড়বে না। তবে কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে আপাতত কনকনে ঠান্ডা থাকছে।
উত্তুরে হিমেল হাওয়া
আলিপুর হাওয়া অফিস জানিয়ে আপাতত উত্তুরে হিমেল হাওয়া রাজ্যে প্রবেশ করছে। শীতের অনুকূল পরিস্থিতি রয়েছে। আপাতত ৭ দিন উত্তর থেকে দক্ষিণ গোটা বঙ্গেই আবহাওয়া থাকবে শুষ্ক। তাই এখনই শীত বিদায় নিচ্ছে না। আবহাওয়া বিজ্ঞানীদের কথায় সরস্বতী পুজো পর্যন্ত শীত থাকছে।

