- Home
- West Bengal
- West Bengal News
- শীঘ্রই ঘুরবে খেলা, জাঁকিয়ে শীত বঙ্গে, কত ডিগ্রিতে নামবে শহরে তাপমাত্রা? রইল আপডেট
শীঘ্রই ঘুরবে খেলা, জাঁকিয়ে শীত বঙ্গে, কত ডিগ্রিতে নামবে শহরে তাপমাত্রা? রইল আপডেট
ডিসেম্বরে জাঁকিয়ে শীতের আশা অপূর্ণ থাকলেও শীঘ্রই বদলাতে চলেছে আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে পারদ নামতে শুরু করবে এবং সপ্তাহান্তে কলকাতা ও জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

এক লাফে খানিকটা বেড়েছে তাপমাত্রা। অনেকেই আশায় ছিলেন ডিসেম্বরে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। তবে, সে আশা এখনও রয়েছে অপূর্ণ। এদিকে মঙ্গলবার অর্থাৎ কাল তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল বলে জানা গিয়েছে।
তবে কি শীত পড়বে না বঙ্গে? সদ্য আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস। জানিয়ে দিল, কবে থেকে শীত আসছে বঙ্গে। তেমনই জেনে নিন আছে কি বৃষ্টির সম্ভাবনা?
সূত্রের খবর, মেঘ সরলে আগামী কয়েক ঘন্টার মধ্যা তাপমাত্রা কমবে বঙ্গে। ২থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে পারদ। আজ বুধবার থেকে বদল হবে আবহাওয়া। জানা গিয়েছে, ধীরে ধীরে নমবে পারদ। বিশেষ করে সপ্তাহান্তে পড়বে শীত। ফের জাঁকিেয়ে শীত পড়বে বঙ্গে।
সূত্রের খবর, আগামী শুক্রবার ও শনিবার অর্থাৎ সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা হবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আর জেলার তাপমাত্রা হবে ১১ ডিগ্রি। তেমনই আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে, এমনই অনুমান
বর্তমানে দক্ষিণবঙ্গের সব জেলাতে আছে কুয়াশার সম্ভাবনা। কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি। উপকূলের জেলায় এই কুয়াশা বেশি থাকবে বলে জানা গিয়েছে। তেমনই এখন নেই বৃষ্টির সম্ভাবনা।

