- Home
- West Bengal
- West Bengal News
- কবে তৃণমূলে ফিরছেন শোভন? পাহাড়়ে গোপন ডেরায় মমতা-'কানন' বৈঠকে ছিলেন বৈশাখীও
কবে তৃণমূলে ফিরছেন শোভন? পাহাড়়ে গোপন ডেরায় মমতা-'কানন' বৈঠকে ছিলেন বৈশাখীও
শোভন চট্টোপাধ্যায় কি আবারও ঘরে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আবারও ফিরে আসতে চান শোভন চট্টোপাধ্যায়। পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সেই জল্পনাই নতুন করে উস্কে দিল।

ঘরে ফেরার রাস্তা মসৃণ!
শোভন চট্টোপাধ্যায়। একটা সময় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন। বর্তমানে দল ছাড়া তিনি। যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু মন টেকেনি। তাই কি আবারও ঘরে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আবারও ফিরে আসতে চান শোভন চট্টোপাধ্যায়? দার্জিলিং-এর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সেই জল্পনাই আবারও উস্কে দিল।
পাহাড়ে শোভন-বৈশাখী
সম্প্রতি পাহাড়ে রয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়। বুধবার সকালবেলাই বিমানে বাগডোগরা পৌঁছে গিয়েছিলেন শোভন-বৈশাখী। বিকেলে রিচমন্ড হিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তাঁরা।
পাহাড়ে মমতাও
সম্প্রতি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পাহাড়ে রয়েছেন মমতা। আজই তিনি ফিরছেন কলকাতায়। কিন্তু তার আগেই রিচমন্ড হিলে একটা সময় তাঁর স্নেহের কাননের সঙ্গে বৈঠক করেন মমতা।
কী কথা হল?
এর আগে শোভন-বৈশাখী অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠক শেষে শোভন আর বৈশাখী দুজনেই তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কিন্তু মমতার সঙ্গে বৈঠকের পর দুজনেই চুপ! কি কথা হল কেউই সেই বিষয়ে রা কাড়েননি।
তৃণমূলের ফিরছেন শোভন ?
মমতা-অভিষেক- তৃণমূল কংগ্রেসের দুই মাথার সঙ্গে শোভন-বৈশাখীর বৈঠকের পর অনেকেই বলেছেন, শোভনের তৃণমূলের ফেরা পাকা। শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু সত্যি কি তাই! কিছুই বলছেন না তাঁরা। তবে তৃণমূলের একটা অংশ অবশ্য জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেই শোভন তৃণমূলে ফেরার কথা বলেছিলেন। যদিও বিরোধীরা বলেছেন, সমতল ছেড়ে এবার শোভন দর কষাকষি করতে পাহাড়ে গিয়ে কথা বলেছেন তৃণমূল সুপ্রিমোর সঙ্গে। তবে তৃণমূল বা শোভন এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

