শনিবার সকালেই অনেক পরীক্ষার্থী অভিযোগ করেন তাঁরা কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাচ্ছেন না। এই সমস্যার সমাধানে এক দিনের মধ্য়েই নতুন ওয়েবসাইটের ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। সেটি হল wbsschelp wbsschelpdesk.com।
আবারও নতুন বিভ্রাট SSC-তে। শুক্রবার রাতের বেলা প্রকাশিত হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির ফল। কিন্তু শনিবার সকালেই অনেক পরীক্ষার্থী অভিযোগ করেন তাঁরা কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাচ্ছেন না। এই সমস্যার সমাধানে এক দিনের মধ্য়েই নতুন ওয়েবসাইটের ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। সেটি হল wbsschelp wbsschelpdesk.com।
শুক্রবার স্কুল সার্ভিস কমিশন উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগের ফলাফল প্রকাশ করে। পরীক্ষা গ্রহণের ৫৪ দিনের মধ্যেই ফল করে কমিশন। ফল প্রকাশের পাশাপাশি আনসার কিও প্রকাশ করে। প্রথমিকভাবে জানান হয়েছিল westbengalssc.com সাইটে ফলাফল দেখা যাবে। কবে থেকে নথি যাচাই করা যাবে তাও জানিয়ে দেয় কমিশন। শুক্রবার রাতে কমিশনের ওয়েবসাইটে ৯.৩০ মিনিটে ফলপ্রকাশ করা হয়। কিন্তু তারপর থেকেই ফল দেখতে সমস্যা হচ্ছিল। তারপরই মাত্র এক দিনের মধ্যেই নতুন ওয়েবসাইটের ঘোষণা করে কমিশন।
কমিশন সূত্রের খবর একদিকে শিক্ষা কর্মীদের আবেদন জমা পড়ছিল। অন্যদিকে ২ লক্ষ ২৯ হাজার প্রার্থী ফল দেখার জন্য ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছিল। তাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধান্থ মজুমদার বলেন, 'আমাদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও হেল্পডেস্ক হিসেবে একটি ওয়েবসাইট প্রকাশ করেছি। এ ছাড়াও আরও একটি ওয়েবসাইট রয়েছে। সেখানেও ফল দেখা যাবে। '
সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে। কিন্তু ফল প্রকাশের পরেও নিয়োগ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ফল প্রকাশের দিনেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আটকে রয়েছে একটি মামলা। ফল প্রকাশের দিনেই তৈরি হয়েছে এই জটিলতা। SSC বা স্কুল সার্ভিক কমিশনে নিয়োগ পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়াকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু সেই মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না। এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাই ফল প্রকাশের পরেও থমকে গেছে নিয়োগ প্রক্রিয়া।


