সংক্ষিপ্ত
চাকরিহারা শিক্ষকদের স্কুলে ফেরার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী! "আমি থাকতে চাকরি যাবে না" আশ্বাস মমতার
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী জানান, " বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করা উচিত। আপনাদের কাছে তো কোনও টার্মিনেশন লেটার পাননি। তাই যান কাজে যান। সুপ্রিম কোর্ট না মানলেও পরে আমরা দেখব। সুপ্রিম কোর্টের কাছে যোগ্য-অযোগ্যদের তালিকা জানতে চাইব। নিট নিয়ে অভিযোগ করেছিল কিন্তু নিট বাতিল হয়নি। কিন্তু শুধু বাংলাকে টার্গেট করা হয়েছে। যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় তার জন্য সুপ্রিম কোর্টের কাছে তালিকা চাইব। ২ মাস লড়াই করলে ২০ বছর লড়াই করতে হবে না। আমার কাছে কথা মানে কথা, আমি কথা দিলে তা রাখি।
যোগ্যরা নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন। আপনারা সার্ভিসে যান। কাজ করুন। মনে রাখবেন সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর। এই আঘাত আমরা ফিরিয়ে দেব। প্ররোচনায় পা দবেন না। মা মাটির সরকার আপনাদের পাশে আছে।
এ ছাড়াও মুখ্যমন্ত্রী জানান, "চাকরিহারাদের শোকে আমরাও পাথর, এদিন বৈঠকের শুরুতে জানালেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া মুখ্যমন্ত্রী জানান, “আইনে বলা আছে ১০ হাজার অপরাধীকে ছাড় দেওয়া যেতে পারে কিন্তু ১ জন নির্দোষরও যেন শাস্তি যেন না হয়। সিবিআইকে আমরা বলেছিলাম বাছুন, কে যোগ্য বা কে অযোগ্য। যাঁরা চাকরি কেড়ে নেয় তাঁদের ধিক্কার। ২০২২ থেকে নোংরা খেলা শুরু হয়েছে। আমি তো চাকরি দিয়েছিলাম। একটা দুটো ভুল হয়েছে। ভুল করাটাও অধিকার। তোমরা ভুলটা ঠিক করে দাও।"