- Home
- West Bengal
- West Bengal News
- সুকান্তর সঙ্গে সভাপতি নির্বাচনের দৌড়ে রয়েছেন এঁরা, আগামী সপ্তাহে ঘোষণা হতে পরে বিজেপির রাজ্য সভাপতি
সুকান্তর সঙ্গে সভাপতি নির্বাচনের দৌড়ে রয়েছেন এঁরা, আগামী সপ্তাহে ঘোষণা হতে পরে বিজেপির রাজ্য সভাপতি
এখনও হয়নি বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন। থমকে রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়। শুধু বঙ্গ নয়, বেশ কয়েকটি রাজ্যে এখনও সভাপতি নির্বাচন করে উঠতে পারেনি বিজেপি।

বিজেপির রাজ্য সভাপতি
এখনও হয়নি বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন। থমকে রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়। শুধু বঙ্গ নয়, বেশ কয়েকটি রাজ্যে এখনও সভাপতি নির্বাচন করে উঠতে পারেনি বিজেপি।
বঙ্গ বিজেপির দায়িত্বে
বঙ্গ বিজেপির দায়িত্বে রয়েছেন সুকান্ত মজুমদার। কিন্তু তাঁকে সভাপতি করে রাখতে বাধা বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি।
বিজেপির সভাপতি
সুকান্ত মজুমদার বিজেপির দশম রাজ্য সভাপতি। তিনি ২০২১ সালের ২০ সেপ্টেম্বর থেকে এই দায়িত্বে রয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরই তাঁকে সভাপতি কর হয়েছিল।
সফল সভাপতি দিলীপ
রাজ্য বিজেপির সবথেকে সফল সভাপতি দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের পর হঠাৎ করেই তাঁকে সরিয়ে সুকান্তকে দায়িত্বে দেওয়া হয়েছিল।
নতুন সভাপতি ঘোষণা
গেরুয়া শিবির সূত্রের খবর, আগামী সপ্তাহেই ঘোষণা করা হতে পারে রাজ্য সভাপতির নাম।
রাজ্য সভাপতির লড়াই
বিজেপি সূত্রের খবর রাজ্য সভাপতি ইস্যুতে বর্তমানে বিজেপি দুই ভাবে বিভক্ত। একদিকে শুভেন্দু অধিকারীর লবি। অন্যদিকে সুকান্ত মজুমদার লবি। এখন দেখার কোন লবি জয়ী হয়।
নাম রয়েছে শমীক ভট্টাচার্যের
কিছুটা পিছিয়ে থাকলেও বিজেপির রাজ্য সভাপতির লড়াইয়ে রয়েছে শমীক ভট্টাচর্যের নাম। তিনি বিজেপির আদি নেতা। যখন রাজ্যে গেরুয়া শিবিরের রবরবা ছিল না তখন থেকেই তিনি বিজেপির মুখপাত্র।
শুভেন্দুর পছন্দ
বিজেপি সূত্রের খবর সভাপতি হিসেবে শুভেন্দুর পছন্দ অগ্নিমিত্রা পলকে। শোনা যাচ্ছে তাঁর নাম তিনি দিল্লিতে পেশ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও উত্তর পাননি।
বিজেপির পর্যবেক্ষকদের পছন্দ
একাধিক নাম জল্পনায় থাকলেও সুনীল বনশলদের রাজ্যের দায়িত্বে থাকা নেতাদের প্রথম পছন্দ সুকান্ত মজুমদারই। আগামী বছর ভোটের আগে তাঁরা আর নতুন কোনও জটিলতায় যেতে চান না।
দিলীপের অবস্থান
বিজেপি সূত্রের খবর রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে দিলীপের নাম প্রায় ছেঁটে ফেলেছে দিল্লি। তাঁকে নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা নেই বলেও সূত্রের খবর.

