সংক্ষিপ্ত
শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় নিজেদের একত্রে বসে মন কি বাত অনুষ্ঠান শোনার ছবি শেয়ার করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত শুনতে সুকান্ত মজুমদারের বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা একসঙ্গে বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন শুভেন্দু। তবে এই সময় রাজ্যে রয়েছেন বিজেপির হাইপ্রোফাইল নেতা অমিত শাহ। সেই সময় শুভেন্দু-সুকান্তের একত্রে বসে অনুষ্ঠান শোনা যেথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করেছেন অনেকে।
শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় নিজেদের একত্রে বসে মন কি বাত অনুষ্ঠান শোনার ছবি শেয়ার করেছেন। যাইহোক, বিজেপি সূত্রের খবর এদিন অমিত শাহ কল্যাণীতে বিএসএফ-এর অনুষ্ঠান থেকে কলকাতায় ফিরলে তাঁরা দুজনেই দেখা করবেন তাঁর সঙ্গে। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানেও অমিত শাহের সঙ্গে তাঁরা থাকবেন।
বিজেপি সূত্রের খবর অমিত শাহ বিজেপির রাজনৈতিক ও পরিষদীয় দলের মধ্যে তালমিল রেখে কাজ করার নির্দেশ একাধিকবার দিয়েছেন। কিন্তু বিজেপির নেতাদের মধ্যে বারবার অনৈক্যই ফুটে উঠেছে। আর সেই কারণেই অমিত শাহের রাজ্য সফরের সময়ই বিজেপি দুই শীর্ষ নেতা একত্র থেকে সেই বার্তাই দিতে চেয়েছেন। বিজেপির অন্দরের খবর সুকান্ত মজুমদারের সঙ্গে যথেষ্টই দূরত্ব রয়েছে শুভেন্দু অধিকারীর। দিল্লির শীর্ষ নেতাদের কাছে সেই বিষয়টি আড়াল করেই এই উদ্যোগ।
রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার পর শুভেন্দু এবং সুকান্ত একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কথা বলেন তাঁরা। জানান, আন্দোলনের শুরুটা ভাল হলেও শেষটা আশানুরূপ হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করা উচিত হয়নি ডাক্তারদের। আন্দোলনকে ব্যর্থ বলেও মন্তব্য করেছেন তাঁরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।