Suvendu Adhikari on SSC Case: নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

Suvendu Adhikari on SSC Case: নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়ের পুনর্বিবেচনায় মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের শুনানি যোগ্য নয় এমন চিহ্নিত শিক্ষকদেরই স্কুলে গিয়ে আবারও শিক্ষকতা করতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি জানিয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের পরে চাকরিহারা শিক্ষকদের প্রশ্ন নতুন নিয়োগ প্রক্রিয়ায় যে আর নতুন করে দুর্নীতি হবে না তার নিশ্চয়তা কোথায়? এই একই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি সুর চড়িয়ে বলেছেন, আবারও নিয়োগ প্রক্রিয়া মানে আবারও দুর্নীতি।

শুভেন্দু অধিকারী বলেছেন, 'নতুন করে পরীক্ষা হোয়া মানে তৃণমূল আবারও প্রশ্ন বিক্রি করবে। ভাইবার ১০ নম্হর তো তৃণমূলের হাতেই রয়েছে। নিজেদের লোককে ১০-এর মধ্যে সাড়ে ৯ দেবে। আর যাদের বাদ দিতে চাইবে তাদের দেড় থেকে ২ নম্বর দেবে। এভাবে তৃণমূল কংগ্রেস আবরও ৫০০ কোটি টাকা তুলবে।' শুভেন্দু অধিকারী আরও বলেন, নিয়োগ দুর্নীতি মামলায় পুরো ব্যাপারটাই জটিল হয়ে গেছে। তিনি আরও বলেছেন, যোগ্যদের বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু আদালত তাদের ৯ মাস বেতন নিশ্চিত করেছে। কিন্তু সকলেই পরীক্ষায় বসতে হবে। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে তৃণমূল ব্যাপক দুর্নীতি করবে। এমনই আশঙ্কা করছেন শুভেন্দু অধিকারী।

অন্যদিকে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদেও তিনি রাজ্য সরকারকে নিশানা করেছেন। তিনি মুর্শিদাবাদের অশান্তি নিয়ে বলেছেন, 'এটা কমিউনাল রাইট নয়। ধর্মযুদ্ধ। এরা কাশ্মীরের মতো হিন্দুদের ওখান থেকে সরাতে চায়। সলিউশন আমি দুভাবে বলতে পারে। এক এনআইএ নিয়ে পুরো রুটটা বন্ধ করে দেওয়া। দুই যেখানে হিন্দুদের সংখ্যা কম সেখানে লাইসেন্স প্রাপ্ত বন্দুক দেওয়া হোক প্রত্যেককে। কারণ আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে।' তিনি আরও বলেন, 'ধুলিয়ান মিউনিসিপালিটির তৃণমূলের চেয়ারম্যান ইনজাম উলকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। গতকাল আমি ট্যুইট করে সব ফাঁস করে দিয়েছিলাম। এর আগে তৃণমূল বলছিল বাংলাদেশ নাকি নেপথ্যে রয়েছে। তাই আমি বলব এনআইএ তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া পর্যন্ত ওখানে প্যারা মিলিটারি ফোর্স রাখা হোক।' তিনি আরও বলেন, মুর্শিদাবাদের আসল ঘটনাই রাজ্য সরকার চেপে গেছে। কেন্দ্রীয় সরকার আসল তথ্য জেনেছে আর আদালতে সেটা জানান হয়েছে। তিনি আশঙ্কা করেছেন.,মুর্শিদাবাদের মতই কোচবিহারের দিনহাটা থেকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী আগামী নির্বাচনে কোথাও হিন্দুরা ভোট দিতে দেওয়া হবে না। তাই তিনি রাষ্ট্রপতি শাসন জারি করে ভোটের দাবি করেছেন।