- Home
- West Bengal
- West Bengal News
- পায়েসে ঘুমের ওষুধ, তুলসি পাতার সঙ্গে আর কী মেশান ছিল? ট্যাংরা-কাণ্ডে রহস্যের জট ছাড়াতে নাজেহাল পুলিশ
পায়েসে ঘুমের ওষুধ, তুলসি পাতার সঙ্গে আর কী মেশান ছিল? ট্যাংরা-কাণ্ডে রহস্যের জট ছাড়াতে নাজেহাল পুলিশ
ট্যাংরাকাণ্ডে রহস্য ক্রমশই বাড়ছে। এবার পুলিশের নজরে দে পরিবারের রাতের খাবার।

ট্যাংরাকাণ্ডে রহস্য বাড়ছে
ট্যাংরাকাণ্ডে রহস্য ক্রমশই বাড়ছে। এবার পুলিশের নজরে দে পরিবারের রাতের খাবার।
পায়েস নিয়ে সন্দেহ
পায়েস নিয়েও সন্দেহ দানা বাঁধছে পুলিশের মনে। কারণ পায়েসে তুলসি পাতা রয়েছে। পায়েসে ঘুমের ওষুধের সঙ্গে আরও কিছু থাকতে পরে বলেও অনুমান পুলিশের।
রাতের খাবার নিয়ে
রাতের খাবারে কী কী খেয়েছিল দে পরিবার? খতিয়ে দেখছে পুলিশ। দুই ভাই জানিয়েছে একসঙ্গে ৬ জনেই পায়েস খেয়েছিল ঘুমের ওষুধ মেশানো।
সন্দেহ কিশোরীর মৃত্যু নিয়ে
পুলিশ সন্দেহ করছে পায়েসে ঘুমের ওষুধ ছাড়াও আরও কিছু মেশান ছিল। যার কারণে মৃত্যু হয়েছে ১৪ বছরের কিশোরী প্রিয়ম্বদার। তুলসি পাতার বিষয়টাও উড়িয়ে দিচ্ছে পুলিশ।
ময়নাতদন্তের রিপোর্ট
ট্যাংরাকাণ্ডে দুই বধূ ও কিশোরীর ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে পুলিশের। তাই দেখেই সন্দেহ বাড়ছে তদন্তকারীদের।
হলুদ ও সাদা কণা
পুলিশ সূত্রের খবর ময়নাতদন্তের রিপোর্টে মৃতদের পেট থাকা খাবারে হলুদ আর সাদাটে কণা ছিল। যাতে ছিল ওষুধের গন্ধ। খাবার হজম হয়নি। তাই পুলিশের অনুমান ঘুমের ওষুধ ছাড়াও আরও কিছু মেশান হয়েছিল।
পুলিশের সন্দেহ
একই পায়েস খেয়েছিল পরিবারের ৬ সদস্য। তাতেই মৃত্যু হয় প্রিয়ম্বদার। অচৈতন্য হয়ে পড়ে দুই বধূ। কিন্তু কোনও প্রভাবই পড়ল না দুইভাইয়ের- এটা কী করে সম্ভব।
প্রতীপ জাগত কী করে
পায়েস খেয়ে ঘুমিয়ে পড়েছিল প্রতীপ। সেই বা কী করে জেগে গেল? তাহলে পায়েসে সমপরিমাণ ঘুমের ওষুধ মেশন হয়নি? প্রশ্ন পুলিশের।
বধূ খুন
তদন্তকারীদের অনুমান দুই বধূ রোমি আর সুদেষ্ণার হাত অচৈতন্য অবস্থায় কাটে খুন করা হয়েছে। তাদের গলার নলিও কেটে দেওয়া হয়েছিল।
ট্যাংরাকাণ্ড
বুধবার রাতে ট্যাংরায় একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। বাইপাসের ধারে অভিষিক্তায় মেট্রোর পিলারে ধাক্কা মারে একটি গাড়ি। তাতে ছিল দুই ভাই আর পরিবারের ছোট সদস্য প্রতীপ।