- Home
- West Bengal
- West Bengal News
- হঠাৎ আবহাওয়ার বিরাট পরিবর্তন, নামবে পারদ, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
হঠাৎ আবহাওয়ার বিরাট পরিবর্তন, নামবে পারদ, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
মার্চের শুরু থেকেই বেড়েছে গরমের তীব্রতা। তবে, আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। ভোর ও সন্ধ্যার সময় মনোরম আবহাওয়া বিরাজ করবে।

মার্চের শুরু থেকেই বেড়েছে গরমের তীব্রতা। এই গরমে নাজেহাল অবস্থা প্রায় সকলের।
মার্চের শুরুতে এমন হাল হলে আগামী ২ মাস কী অবস্থা হবে তা নিয়ে চিন্তিত সকলে।
এরই মাঝে হল আবহাওয়ার বিরাট পরিবর্তন সংক্রান্ত খবর। প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রার পারদ কমতে চলেছে রাজ্যে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। মৃদু মন্দ উত্তরে হাওয়ায় বাতাসে শীত শীত ভাব।
ভোর ও সন্ধ্যার সময় মনোরম আবহাওয়া। আজ বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার পারদ নামবে।
বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নেমেছে। আজ আরও নামতে পারে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি।
আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তর বঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি হতে পারে।
আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সব সর্বত্রই তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে। বইবে হালকা উত্তুরে হাওয়া।
আজ পূর্ব মেদিনীপুরের দিঘা সব সর্বত্র আবহাওয়া থাকবে মেঘ মুক্ত পরিষ্কার আকাশ। নেই বৃষ্টির সম্ভাবনা।

