- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: বৃষ্টির মাঝেই বাড়বে গরম, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া, রইল বিরাট আপডেট
Weather Update: বৃষ্টির মাঝেই বাড়বে গরম, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া, রইল বিরাট আপডেট
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে এবং তাপমাত্রা বাড়বে। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা সহ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

ঢাকে কাঠি পড়ল বলে। আর পুজোর মাত্র ২২ দিন বাকি। এই সময় প্যান্ডেল সজ্জা থেকে শপিং- এই সব নিয়ে সকলের ব্যস্ততা চরমে। আর এই সবে বাধ সাধছে বৃষ্টি। এবছর বৃষ্টি যেন থামছেই না দক্ষিণবঙ্গে। এবার ফের বৃষ্টি বাড়ার কথা জানাল হাওয়া অফিস। জেনে নিন আজ শুক্রবার কেমন থাকবে আবহায়া।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ছত্তীশগড় থেকে মধ্যপ্রদেশের দিকে অবস্থান করছে। তা কয়েক ঘন্টার মধ্যে পূর্ব মধ্যপ্রদেশে অবস্থাব করবে। মৌসুমী অক্ষরেখা বাংলার আরও কাছে আছে। ওড়িশার চাঁদবলি হয়ে তা উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত।
এই অক্ষরেখাটি আরব সাগর থেকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ওপর দিয়ে উত্তর- পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর জেরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। উল্টে বাড়বে তাপমাত্রা। বাড়বে গরম ও স্বস্তি। কমবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ।
আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূমে, মুর্শিদাবাদে। আজ ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তেমনই হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে।
তেমনই আজ কলকাতাতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে বাড়বে গরম। আজ কমবে বৃষ্টির পরিমাণ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ উত্তরবঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।

