- Home
- West Bengal
- Kolkata
- Weather Update: এই ৬ জেলায় আজ চাঁদিফাটা গরম! এরই মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী? সুখবর দিল আলিপুর
Weather Update: এই ৬ জেলায় আজ চাঁদিফাটা গরম! এরই মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী? সুখবর দিল আলিপুর
খাতায় কলমে না হলেও, শুষ্ক গরম হাওয়ার জেরে সপ্তাহের শেষেই তাপপ্রবাহের (Heat Wave) অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে স্বস্তির খবর! বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী! দেখে নিন কেমন থাকবে আবহাওয়া (Weather Update)।

ভরা বসন্তেই ঘেমে নেয়ে স্নান করে যাচ্ছে মানুষ (South Bengal Weather)। প্রখর রোদে দু’দণ্ড বাইরে দাঁড়ানো দায়।
মার্চেই যদি এই অবস্থা হয়, এপ্রিল, মে-তে কী হবে ভেবে চিন্তায় পড়েছেন অনেকে। এই আবহে বড় পূর্বাভাস দিল হাওয়া অফিস।
কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মার্চ পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছে দাপুটে গরম, সঙ্গে চড়ছে পারদ।
আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে (Weather Update)।
বাকি জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। অনেকদিন আগেই আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
তবে এর মধ্যেই সুখবর দিল আলিপুর আবহাওয়া অফিস। খুব শীঘ্রই দক্ষিণের মাটি ভিজতে চলেছে।
রবিবার, দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
পাশাপাশি পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। যে সকল পশ্চিমী জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা।
আগামী ১৯ থেকে ২৩ শে মার্চ পর্যন্ত সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা, যার মধ্যে বাঁকুড়া, নদীয়া, পুরুলিয়া, বীরভূন, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হুগলী, হাওড়া সহ দুই ২৪ পরগণা এবং কলকাতায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যেহেতু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে তাই ঝড় বৃষ্টির তীব্রতা সব জায়গায় সমান থাকবে না। হঠাই কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে এই জায়গাগুলিতে।
তবে কোথাও বেশি বা কম বজ্রবিদ্যুৎ ও ঝড় বৃষ্টি, কালবৈশাখীর আশঙ্কার আগাম আভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

