সংক্ষিপ্ত

প্রত্নতাত্ত্বিকদের মতে, এগুলি প্রায় ১৭৫০ সালের কাছাকাছি সময়ের কামান। কলকাতার ইতিহাসে এই উদ্ধারকাজ একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে অত্যন্ত আনন্দিত তাঁরা। 

ঐতিহাসিক নগরী কল্লোলিনী কলকাতা। এর আনাচে কানাচে লুকিয়ে রয়েছে প্রাগৈতিহাসিক যুগের প্রাচুর্য। তেমনই এক জ্বলন্ত ইতিহাসের উদাহরণ হল বাংলার নবাব সিরাজ উদ দৌলার কামান। সেই কামান এখনও পড়ে রয়েছে লোকচক্ষুর সামনেই, কিন্তু, প্রবল অবহেলায়।

‘চারশো বছর পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে বল্লভপুর’, রূপকথার সেই কাহিনীই যেন জলজ্যান্ত রূপে ধরা দিল প্রকাশ্য দিবালোকে। সম্প্রতি দমদমের এক জনবহুল রাস্তার ধার থেকে উদ্ধার হল বাংলার দোর্দণ্ডপ্রতাপ নবাব সিরাজ উদ দৌলার কামান। প্রত্নতাত্ত্বিকদের মতে, নবাব যখন কলকাতায় ব্রিটিশদের ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেছিলেন, তখন এই কামানটি আনা হয়েছিল এই শহরে। এরকম ধরনের কামান কলকাতার রাজপথে বহু জায়গায় অবহেলিতভাবে পড়ে রয়েছে বলে মন্তব্য করেন তাঁরা। কিন্তু, হঠাৎ এই কামানটিতেই প্রত্নতাত্ত্বিকদের নজর পড়ল কেন? এর উত্তরে তাঁরা বলেন, ‘এটা কাস্ট আয়রনে তৈরি কামান। এর যা বিরাট আয়তন, সেই আয়তনের কামান কলকাতায় আর কোথাও দেখা যায়নি।’

বিশেষজ্ঞরা জানান, এই কামানগুলি উদ্ধার করার কাজ চলছে। সঠিক উপায়ে সংরক্ষণ করে এগুলিকে নতুন জাদুঘরে রাখা হবে। যশোর রোডের ধারে অবহেলায় পড়ে থেকে ধীরে ধীরে মাটির নীচে চাপা পড়ে যাচ্ছিল দুটি কামান। বুধবার এগুলিকে মাটির ওপরে তুলে আনার কাজ শুরু হল। দুটি কামানকে নিয়ে যাওয়া হবে কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং-এ। প্রত্নতাত্ত্বিকদের মতে, এগুলি প্রায় ১৭৫০ সালের কাছাকাছি সময়ের কামান। কলকাতার ইতিহাসে এই উদ্ধারকাজ একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে অত্যন্ত আনন্দিত তাঁরা।

আরও পড়ুন-
জামা খুলে অর্ধনগ্ন অবস্থায় মঞ্চে উঠে পড়লেন তরুণী, জুনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ’য়ে শ’য়ে দর্শকের সামনে অভিনব ‘প্রতিবাদ’
ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে ফিরে এসে এবার হাঁটার উদ্যোগ ঋষভ পন্থের, গভীর জলে ক্রাচ নিয়ে হাঁটার ভিডিও দেখে প্রবল উৎসাহী ভক্তরা

Puri Temple News: পুরীর মন্দিরের বাইরে লক্ষ লক্ষ লোক, বুধবার হঠাতই জনজোয়ারের ধাক্কায় প্রবল আলোড়ন