তুহিনার পরিবার দাবি করেছে, জামাইয়ের চাহিদা মত নগদ টাকার সঙ্গে আসবাবপত্র ও অন্যান্য জিনিস যৌতুক হিসাবে দেওয়া হয়েছিল বিয়ের সময় । বিয়ের প্রথম প্রথম সব ঠিক থাকলেও বিয়ের মাস পাঁচকের পর থেকেই বাড়তে থাকে স্বামীর বাড়তি চাহিদা।

দাবিমতো যৌতুকের টাকা আর বাইক শ্বশুরবাড়ি থেকে মেলেনি, সেই রাগে স্ত্রী উপর প্রতিশোধ নিল স্বামী। শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতেই উত্তর ২৪ পরগণার মাটিয়া থানার স্বরুপনগর এলাকার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্বামীর দাবি মত যৌতুকের টাকা দিতে না পারায় মর্মান্তিক পরিণতির শিকার এক গৃহবধূ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাহিদাপূরণ না হওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর ২৪ পরগণা জেলার মাটিয়া থানার স্বরুপনগর এলাকায়। পুলিস জানায়, ২৪ বছরের গৃহবধূ তুহিনা পারভীনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনার পর থেকে স্বামী সব্বির আহমেদ ও তার পরিবার পলাতক। অভিযুক্তদের খোঁজ পেতে তদন্ত শুরু করেছে পুলিস।

পুলিসও স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাবাদের বরুনহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের কালুতলা গ্রামের তুহিনা পারভীনের সঙ্গে বিয়ে হয় মাটিয়ার স্বরূপনগর এলাকার সাব্বির আহমেদের সাত মাস আগে । তুহিনার পরিবার দাবি করেছে, জামাইয়ের চাহিদা মত নগদ টাকার সঙ্গে আসবাবপত্র ও অন্যান্য জিনিস যৌতুক হিসাবে দেওয়া হয়েছিল বিয়ের সময় । বিয়ের প্রথম প্রথম সব ঠিক থাকলেও বিয়ের মাস পাঁচকের পর থেকেই বাড়তে থাকে স্বামীর বাড়তি চাহিদা। বাড়তি যৌতুক হিসাবে বাইকের দাবি করতে থাকে জামাই। সেই দাবিপূরণ না করতেই তুহিনার উপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে বলে অভিযোগ।

মঙ্গলবার দুপুরে তুহিনা অসুস্থ বলে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা । তুহিনার বাপের বাড়ির সদস্যদের দাবি, তারা খবর পেয়ে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে গিয়ে দেখতে পান মৃত মেয়ের গলায় ও শরীরের একাধিক জায়গায় ক্ষত চিহ্ন স্পষ্ট রয়েছে । তারা অভিযোগ করে বলেন, তাদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করার পর গলায় দড়ির ফাঁসে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বুধবার মাটিয়া থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয় বাপের বাড়ির পক্ষ থেকে । এই ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির সকলেই পলাতক। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।