চুরির বিষয়টি টের পায় বাড়ির পোষ্য, যার ডাক নাম গজা। বন্ধ দোকানের মধ্যে থেকে জোরে শব্দ শুনে বাড়ির পোষ্য কুকুর বেরিয়ে আসে। কিছু হচ্ছে বুঝতে পেরে গজা ঝাঁপিয়ে পড়ে চোরের উপর। কুকুরের আক্রমণে প্রবল চিৎকার করতে থাকে চোর। শুরু চোর সারমেয়র মধ্যে তুমুল লড়াই। 

চোরকে কামড়াল কুকুর, পাল্টা কুকুরকে কামড় দিয়ে দিল মানুষ। না মোটেও এটা গল্প কথা নয়, এই ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর বাজার এলাকায়। কি এমন ঘটেছিল যে পোষ্য গিয়ে তাড়া করে কামড়ে দিল? চোর ও কুকুরের সামনা সামনি হয়ে এই ঘটনা যেন এখন মুখরোচক খবর হয়ে উঠেছে ক্যানিং বাজারে। বড় বিপদ থেকে মালিককে বাঁচিয়ে বাড়তি যত্ন পাচ্ছে পোষ্য সারমেয়।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ব্যবসায়ী সমিতির নিয়ম অনুযায়ী দক্ষিন ২৪ পরগণার ক্যানিং এর বাজার এলাকায় সব দোকান পাট বন্ধ থাকে বৃহস্পতিবার। বাজার বন্ধ থাকার সুযোগকে হয়ত কাজে লাগাতে চেয়েছিল চোর। দোকানের মালিক সৌমেনবাবু ঘরে বিকেল ৩টে নাগাদ দুপুরের খাবার খাচ্ছিলেন। সেই সময় দোকানের পিছন দিকের দেওয়ালের লোহার জাল কেটে চোর বাবাজী ঢুকে পড়ে দোকানের মধ্যে। খোঁজাখুঁজি করতেই সন্ধান পায় ক্যাশবাক্সের । এরপরে ক্যাশবাক্স ভেঙে টাকা পয়সা চুরি করে সে। চুরির বিষয়টি টের পায় বাড়ির পোষ্য, যার ডাক নাম গজা। বন্ধ দোকানের মধ্যে থেকে জোরে শব্দ শুনে বাড়ির পোষ্য কুকুর বেরিয়ে আসে। কিছু হচ্ছে বুঝতে পেরে গজা ঝাঁপিয়ে পড়ে চোরের উপর। কুকুরের আক্রমণে প্রবল চিৎকার করতে থাকে চোর। শুরু হয়ে চোর ও সারমেয়র মধ্যে তুমুল লড়াই। আক্রমণে দুপক্ষই জখম হয়। অদ্ভুত কাণ্ড ঘটে কুকুরের ঝাঁপিয়ে পড়তেই চোর ভয় না পেয়ে কুকুরকে মারধর করতে থাকে। পোষ্য গজা একসময় চোরের পায়ে কামড় বসিয়ে দেয় । এরপরেই চোর তার পা থেকে কুকুরের দাঁত সরাতে পাল্টা কামড়ে দেয় কুকুরকে। বন্ধ দোকানে ভয়ঙ্কর রকমের চিৎকার চেঁচামিচি শুনে বাড়ির মালিক সৌমেন রায় যান সেখানে। আর সেই মুহূর্তে চোর নিজেকে বাঁচাতে কুকুরের থাবা বাঁচিয়ে দেওয়াল টোপকে পালায়। এরপর চোরে পিছু নিয়েও সৌমেনবাবু তাকে ধাওয়া করলেও খালি হাতেই ফিরলেন। ঘটনার কথা জানিয়ে ক্যানিং থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরে সাহসি সারমেয় গজাকে চিকিৎসার জন্য নিয়ে যান সৌমেন বাবু। চুরির অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।