স্কুলের বাচ্চাদের খাবার চুরি, খুলে নিয়ে গেল পাম্প মোটর! চাঞ্চল্য নদীয়ার ফুলিয়ায়
চুরির ঘটনায় চাঞ্চল্য ফুলিয়ায়। এবার চোরেদের নিশানায় অঙ্গনওয়ারী কেন্দ্র। রাতের অন্ধকারে এবার অঙ্গনওয়ারী কেন্দ্রের দরজার তালা ভেঙে খাদ্য সামগ্রী চুরি করে চম্পট দিলো চোরেরা।
চুরির ঘটনায় চাঞ্চল্য ফুলিয়ায়। এবার চোরেদের নিশানায় অঙ্গনওয়ারী কেন্দ্র। রাতের অন্ধকারে এবার অঙ্গনওয়ারী কেন্দ্রের দরজার তালা ভেঙে খাদ্য সামগ্রী চুরি করে চম্পট দিলো চোরেরা। সূত্রের খবর, রবিবার রাতে অঙ্গনওয়ারী কেন্দ্রের দরজার তালা ভেঙে চোরেরা ৩০ কেজি ডাল, ৫ কেজি তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে চম্পট দেয়। আবার সেই রাতেই পাশের প্রাইমারি স্কুলেরও তালা ভেঙে চুরি করে একটি জল তোলার পাম্প মোটর। পুলিশ এই বিষয়ের ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।