Tmc Leader Death News: কোন্নগরে তৃণমূল নেতা খুনে পুলিশি তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। কী কারণে খুন? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
Tmc Leader Death News: তিন লাখ টাকার সুপারি তৃণমূল নেতা খুনে! কাটারি দিয়ে নৃশংস ভাবে খুন জমি কেনাবেচা নিয়ে গন্ডোগোলের জেরে। চাঞ্চল্যকর তথ্য কানাইপুর হত্যাকাণ্ডের ঘটনায়। হুগলির কানাইপুর তৃণমূল নেতা হত্যাকাণ্ডে পুলিশি তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। উত্তর ২৪ পরগণার বারাসাত ও শাসনের ভাড়াটে খুনি কাজে লাগানো হয়।
কানাইপুরেরই বিশ্বনাথ দাস ওরফে বিশা তিন লাখ টাকা দিয়ে ভাড়া করে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক ও বারাসাতের দীপক মন্ডলকে। ঘটনার দু দিন আগে তারা বিশার বাড়িতে আসে।এলাকা রেইকি করে। খুনের পর কিছুটা হেঁটে যায়। তারপর তাদের সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেয়।
পুলিশ তদন্তে নেমে প্রথমেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। আততায়ীরা কাটারি দিয়ে কুপিয়ে খুন করছে দেখা যায়। খুনের পর পালিয়ে যাচ্ছে দেখা যায়। রেইকি করছে সেটা দেখা যায়। সেই রেইকির সময় আততায়ীরা ফোনে কথা বলছিল সেটা দেখে। ওই সময়ের ফোনের লোকেশান ট্র্যাক করা হয়। ফোন বন্ধ থাকলেও পুলিশ জানতে পারে কোন এলাকায় রয়েছে।
সেই মত পুলিশ অভিযান চালায়। ধৃতদের রবিবার শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। সিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস বলেন, ‘’জমি বিবাদে এই খুন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। এর পিছনে রাজনৈতিক কোনও কারণ এখনও পাওয়া যায়নি। ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এর পিছনে আরও কেউ আছে কিনা তা দেখা হচ্ছে।''
প্রসঙ্গত, গত ৩০ জুলাই রাতের অন্ধকারে খুন হন তৃণমূল নেতা। অভিযোগ, কোন্নগরে কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কানাইপুর অটো স্ট্যান্ডে। জানা গিয়েছে, কানাইপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন বুধবার সন্ধায়। হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। ঘটনায় হতচকিত হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা। এরপর তার ওপর এলোপাথাড়ি কোপ মারে দুস্কৃতীরা। দ্রুত তাকে উদ্ধার করে পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর অবস্থার অবনতি হলে আহত ওই তৃণমূল নেতাকে কলকাতায় পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় কানাইপুর ফাঁড়ির পুলিশ। এবং উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


