- Home
- West Bengal
- West Bengal News
- ছাব্বিশে ফের ক্ষমতায় ফিরলে বেতন বৃদ্ধি, ভোটের আগে চা শ্রমিকদের স্বার্থে বড় ঘোষণা তৃণমূল সাংসদের
ছাব্বিশে ফের ক্ষমতায় ফিরলে বেতন বৃদ্ধি, ভোটের আগে চা শ্রমিকদের স্বার্থে বড় ঘোষণা তৃণমূল সাংসদের
Abhishek Banerjee On Tea Workers: আর মাত্র মাস চারেক পর বেজে যাবে ভোটের বাদ্যি। ছাব্বিশেও বঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতায় থাকলে বদলে যাবে চা বাগানের ভোল। ভোটের আগে চা শ্রমিকদের আশ্বাস তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

অভিষেকের বার্তা
রাজ্যে ফের ক্ষমতায় এলে একমাসের মাথায় বাড়ানো হবে চা শ্রমিকদের দৈনিক মজুরি। চা শ্রমিকদের মজুরি ২৫০ থেকে ৩০০ করা হবে। শনিবার অলিপুরদুয়ারে এসে শ্রমিকদের মাঝে এমনই আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
চা শ্রমিকদের নিয়ে সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
সূত্রের খবর, শনিবার তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অলিপুরদুয়ার শহর ঘেঁষা মাঝেরডাবরী চা বাগান ময়দানে চা শ্রমিকদের নিয়ে সভা করেন। সেই সভায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এছাড়াও সেখানে জেলার প্রায় ৬৬টি চা বাগানের কয়েক হাজার শ্রমিকরা উপস্থিত ছিলেন। এই সভায় কুমারগ্রামের রহিমাবাদ চা বাগানের এক শ্রমিক রাজেশ ওঁরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেরদের দৈনিক মজুরি কেন বৃদ্ধি সহ একাধিক দাবি রাখেন বলে জানা গিয়েছে।
চা শ্রমিকদের বেতন বৃদ্ধি
জানা গিয়েছে, ওই চা শ্রমিকের প্রশ্ন শুনে তাকে মঞ্চে ডেকে নেন সাংসদ অভিষেক বন্দ্যেোপাধ্যায়।পাশাপাশি, আগামী নির্বাচনে জয়ের একমাসের মাথায় শ্রমিকদের দৈনিক মজুরি ২৫০ থেকে ৩০০ টাকা করারও আশ্বাস দেন তিনি। এছাড়াও অলিপুরদুয়ার জেলাজুড়ে একাধিক চা বাগানে কাজ করে বেতন পাচ্ছেন না শ্রমিকেরা বলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে নালিশ জানান অনেকেই।
অভিষেকের হুঁশিয়ারি
জানা গিয়েছে, চা শ্রমিকদের কাছ থেকে গুচ্ছ গুচ্ছ অভিযোগ পাওয়ার পর বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি। এছাড়াও জেলার বিভিন্ন বাগানে শ্রমিকদের পিএফের টাকা কাটলেও তা জমা হচ্ছে না বলেও তৃণমূল সাংসদকে এদিন লিখিতভাবে অভিযোগ জানান শ্রমিকেরা।
শ্রমিক নেতৃত্বদের আন্দোলনে নামার নির্দেশ
সূত্রের খবর, তার পরিপ্রেক্ষিতে শ্রমিক নেতৃত্বদের আন্দোলনে নামার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে, তৃণমূল সাংসদের একাধিক আশ্বাসে কিছুটা হলেও আশার আলো দেখছেন অলিপুরদুয়ার জেলার চা শ্রমিকেরা। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে আলিপুরদুয়ার বিজেপি সাংসদ মনোজ টিগ্গার এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

