- Home
- West Bengal
- Kolkata
- কোন পথে আরজি কর আন্দোলনের ভবিষ্যৎ? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরাম থেকে পদত্যাগ অনিকেতের
কোন পথে আরজি কর আন্দোলনের ভবিষ্যৎ? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরাম থেকে পদত্যাগ অনিকেতের
Aniket Mahato On WBJDF: ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন আরজি কর আন্দোলনের মুখ তথা জুনিয়র রেসিডেন্ট ডাক্তার অনিকেত মাহাতো। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

বোর্ড অফ ট্রাস্ট পদ থেকে সরলেন অনিকেত মাহাতো
বোর্ড অফ ট্রাস্ট ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরাম’ (WBJDF)-এর সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অনিকেত মাহাতো। এক লিখিত পদত্যাগপত্রে তিনি জানান, ট্রাস্ট ও এক্সিকিউটিভ কমিটির নীতি ও কাজকর্ম সম্পর্কে তিনি অবগত থাকলেও, সাম্প্রতিক পরিস্থিতিতে নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আর ওই পদে থাকা সম্ভব নয়। ফলে ওই পদ থেকে পদত্যাগ করছেন তিনি।
পদত্যাগপত্রে কী লিখেছেন অনিকেত?
পদত্যাগপত্রে অনিকেত মাহাতো উল্লেখ করেন যে, গত ২০২৪ সালের অগাস্ট মাসে রাজ্যের মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া মহিলা জুনিয়র ডাক্তারের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় WBJDF গঠিত হয় এবং আন্দোলনের লক্ষ্য ও রূপরেখা নিয়ে একাধিকবার আলোচনা হয়। তবে আন্দোলনের প্রক্রিয়ায় রাজ্য সরকারের ভূমিকা এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে তিনি ক্রমশ হতাশ হয়ে পড়েন। উঠেছে ফান্ড নিয়ে দুর্নীতিরও অভিযোগ। অবশেষে সেই পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
কী অভিযোগ জানিয়েছেন অনিকেত?
তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার প্রথম থেকেই চিকিৎসকদের ন্যায্য দাবির প্রতি উদাসীন থেকেছে। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর করতে দেরি করেছে বলে দাবি করেন তিনি। এমনকি ডিজিটাল ও সিসিটিভি সংক্রান্ত নির্দেশ মানা হয়নি বলেও পদত্যাগপত্রে উল্লেখ রয়েছে।
কোন পথে আরজি কর আন্দোলন?
জানা গিয়েছে, লাগাতার দুর্নীতির অভিযোগ ওঠা এবং একাধিক অভিযোগে বিদ্ধ তিনি। অনিরুদ্ধ মাহাতো জানান, আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করলেও, ন্যায়বিচারের দাবিতে আপসহীন অবস্থান বজায় রাখতে গিয়ে তিনি বোর্ড অফ ট্রাস্টের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
পদত্যাগ গ্রহণ করার আবেদন
তবে ভবিষ্যতেও ন্যায্য আন্দোলনের পাশে থাকবেন বলে তিনি স্পষ্ট করেছেন। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে লেখা ওই পদত্যাগপত্রে তিনি ট্রাস্টের সদস্যদের কাছে তাঁর পদত্যাগ গ্রহণ করার আবেদন জানিয়েছেন।

